চন্দনাইশে প্রথম বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

সংবাদদাতা, চন্দনাইশ:

মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার-এই সেস্নাগান সামনে রেখে চন্দনাইশ থানা আয়োজিত চন্দনাইশ পৌরসভায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে প্রথম বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে চন্দনাইশ পৌরসভায় গাছবাড়িয়া খাঁনহাট ওয়ান আজিজ মার্কেটে বিট পুলিশিং কার্যালয় প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে উদ্বোধন করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক (পিপিএম-সেবা)। এ সময় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপসি’ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দড়্গিণ আফরুজুল হক টুটুল, সহকারি পুলিশ সুপার আনোয়ারা সার্কেল মো. মফিজ উদ্দীন, চন্দনাইশ পৌরসভার মেয়র মু. মাহাবুবুল আলম খোকা, চন্দনাইশ থানার তদনত্ম ওসি মো. মজনু মিয়া, উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি ও হাশিমপুর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীরম্নল ইসলাম চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক  জাবেদ মো. গাউস, পৌর কাউন্সিলর খোরশেদ আলম সবুজ প্রমুখ।