চট্টগ্রাম জেলার ইএসডিপি হতে প্রশিক্ষণপ্রাপ্ত সফল উদ্যেক্তাদের সনদ প্রদান

‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প’ বিডার একটি উল্লেখযোগ্য কার্যক্রম। সম্ভাবনাময় যুবক-যুবতীদের বিনিয়োগ উৎসাহ ও সহায়তা প্রদান করতে ২০১৯ সালের মার্চ মাসে যাত্রা শুরু করে এই প্রকল্প। মেধাবী ও ঝুঁকি নেওয়ার অদম্য সাহস রয়েছে এমন ব্যক্তিদের প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা প্রদানের মাধ্যমে উদ্ভাবনী শক্তিসমৃদ্ধ উদ্যোক্তায় রূপান্তরিত করা এর লক্ষ্য।
এই প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলায় ২২৩৩ টি আবেদনের বিপরীতে ৩৮৯ জনকে উদ্যেক্তা প্রশিক্ষণ প্রদান করা হয় এবং এর মাঝে ৯১ জন সফল উদ্যেক্তা সৃষ্টি হয়। প্রকল্প সমাপ্তি উপলক্ষে গতকাল ইএসডিপির চট্টগ্রাম জেলার সভাপতি ও চট্টগ্রাম জেলা প্রসাশক মোহাম্মদ মমিনুর রহমান অত্র প্রকল্প থেকে প্রশিক্ষণপ্রাপ্ত চট্টগ্রাম জেলার সফল উদ্যেক্তাদের মাঝে প্রশিক্ষণ সনদ তুলে দেন এবং ৪জন উদ্যোক্তা প্রতিষ্ঠানকে উৎসাহমূলক ক্রেস্ট প্রদান করেন। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শিশির গ্রুপের কর্নধার মোহাম্মদ শাহ জাহান, ই-কমার্স স্টার্টাপ রসুই বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা নিবার্হী প্রধান আশিকুর রহমান, অনলাইন বায়িং হাউজের প্রতিষ্ঠতা মোহাম্মদ তৈয়ব উদ্দিন ভূঁইয়া এবং টুডেস ক্রিয়েটর এর কর্নধার নিশান দাশ। বিজ্ঞপ্তি