চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০

উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানের কক্ষ ভাঙচুর

smart

নিজস্ব প্রতিবেদক »

কথা কাটাকাটির জেরে নগরীর চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম কলেজের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিকের গ্রুপের মধ্যে কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটে। সকালে কলেজের ইতিহাস বিভাগের কর্মী সংগ্রহের জন্য জুনিয়রদের কাছে যান কলেজ ছাত্রলীগের সভাপতি করিমের অনুসারীরা। এসময় সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীরা একই সময়ে ইতিহাস বিভাগে কর্মী সংগ্রহ করছিলেন। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাগবিত-া হয়। পরবর্তীতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষ ইট-পাটকেল ছুঁড়লে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

আহতরা হলেন গণিত বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র সাফায়েত হোসেন রাজু ও অর্ণব দেব, সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোস্তফা আমান, ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র মেহেরাজ হোসেন পাভেল ও দ্বাদশ শ্রেণীর রাফসান ও জিসান। তারা প্রত্যেকে কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের অনুসারী। সংঘর্ষে কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোছামৎ নাজমা বেগমের কক্ষটিও ভাঙচুর করেন কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা। অন্যদিকে সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীদের মধ্যে জিয়াউদ্দীন আরমানসহ মোট ৪ কর্মী আহত হওয়ার দাবি করেন সবুজ। ঘটনার পর কলেজে অবস্থান করেন চকবাজার থানা পুলিশ। এসময় উভয় গ্রুপের কর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, এটি রাজনীতি বা গ্রুপ পর্যায়ের কোন ঘটনা নয়। সিনিয়র-জুনিয়রের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তেমন সিরিয়াস কোন ইস্যু না। এখন ক্যাম্পাস শান্ত রয়েছে।

সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বলেন, সকালে ইতিহাস বিভাগের ক্লাসে গেলে মাহমুদের সমর্থকরা আমাদের কর্মীদের ওপর হামলা করে। এতে কয়েকজন আহত হয়। এ ঘটনায় নিজের চার কর্মী আহত হয়েছে বলে তিনি দাবি করেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের মজুমদার বলেন, কর্মী সংগ্রহকে কেন্দ্র করে সভাপতি-সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।