গ্রামীণ সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর

চন্দনাইশ বরমা ইউনিয়ন কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে নজরুল ইসলাম এমপি

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ :
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, গ্রাম হবে শহর, এই শ্লোগানকে সামনে রেখে গ্রামীণ সেবা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়ন পরিষদ ভবনকে নান্দনিক ভবনে রূপান্তরিত করা হচ্ছে। ইতিমধ্যে চন্দনাইশে গত ১৬ ডিসেম্বর ধোপাছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, হাশিমপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স উদ্বোধন করা হয়। ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে দ্বিতল বিশিষ্ট বরমা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের কাজ শেষে জনগণের সেবার জন্য উম্মোক্ত করে দেয়া হয়েছে। এখন স্থানীয় চেয়ারম্যানকে সরকার অনেক ক্ষমতা দিয়ে অপরাধ নিষ্পত্তিতে ভূমিকা রেখে চলেছেন। চেয়ারম্যানদের রায়কে আদালত পর্যন্ত মূল্যায়ন করে থাকে। তাই চেয়ারম্যানদেরকে জনপ্রতিনিধি হিসেবে জনবান্ধব হয়ে কাজ করে বিচার ব্যবস্থার পাশাপাশি ইউনিয়নবাসীকে সেবা দেয়ার উপর গুরুত্বারোপ করেছেন। ২৬ মার্চ বিকেলে নবনির্মিত বরমা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠান চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, জেলা আ’লীগের সদস্য মাহাবুবুর রহমান শিবলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বলরাম চক্রবর্ত্তী, মাষ্টার আহসান ফারুক, চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আ’লীগের সভাপতি শহিদুল আজম কাজেমী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন। মেম্বার আবু জাফরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা যথাক্রমে ফেরদৌসুল ইসলাম খান, জয়নাল আবেদীন, যুবলীগ নেতা সেলিম উদ্দিন, মো. মিন্টু প্রমুখ।