গণপরিবহনের ভাড়া নৈরাজ্য রুখে দাড়ান : সুজন

ফাইল ছবি

গণপরিবহনের ভাড়া নৈরাজ্য রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।  ৯ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহবান জানান সুজন।

এ সময় তিনি বলেন করোনাকালীন সময়ে স্থবিরতা কাটিয়ে দেশের অর্থনীতি যখন গতিশীল ঠিক সেই সময়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘটের মাধ্যমে তিনদিন ধরে সারাদেশে যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকরা। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক নেতৃত্বে দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে মূহুর্তে পরিবহন ধর্মঘটের নামে তাদের উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন রয়েই যায়। তিনি বলেন পরিবহন মালিকদের যৌক্তিক কোন কারণ থাকলে তারা সরকারের যথাযথ কর্তৃপক্ষের সাথে বর্ণিত বিষয়ে আলোচনা করতে পারতো। কিন্তু তা না করে অযৌক্তিকভাবে ধর্মঘটের নামে তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে।

তিনি আরো বলেন, কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পণ্য ও গণপরিবহন বন্ধ করে যারা দেশকে জিম্মি করতে চায় তাদের সাথে কুমিল্লার সাম্প্রদায়িক উসকানিমূলক ঘটনার কোন যোগসূত্র আছে কিনা তা বের করতে হবে। বিজ্ঞপ্তি