কুকুর ও ছায়াকুকুর

শেখ একেএম জাকারিয়া :

সে অনেক পুরোনো কাহিনি। এক গ্রামে একটি লোভী কুকুর বাস করত। সেই গ্রামের শেষ সীমানায় একটি কসাইখানা ছিল।  যেখানে গরু-মহিষ, ছাগল-ভেড়া ইত্যাদি জবাই করা হতো।  একদিন কুকুরটি সেই কসাইখানা থেকে একটি বড় আকৃতির মাংসখ- মুখে পুরে নিজের বাড়ির দিকে পালাচ্ছিল। বাড়িতে যাওয়ার পথে একটি বাঁশের সাঁকো ছিল। কুকুরটি সাঁকোর ওপর দিয়ে খাল পেরোতে লাগল। খাল পেরোনোর সময় হঠাৎ খালের পানিতে তার চোখ পড়ল। কুকুরটি দেখল, পানির ভেতরে একটি কুকুর এক টুকরা মাংস তার মতোই মুখে পুরে নিয়ে যাচ্ছে। কিন্তু মজার কথা হচ্ছে পানির ভেতরে থাকা কুকুরটি যে তার নিজেরই ছায়া, তা সে বুঝতে পারল না। মাংসখ- দেখে তার মনে লোভের  উদ্রেক হলো। সে মাংসখ-টি কেড়ে নেবার মতলবে ছায়া কুকুরটিকে ভয় দেখানোর জন্য ‘ঘেউ ঘেউ’ শব্দে ডেকে উঠল। আর তখনই তার মুখে থাকা মাংসের টুকরাটি টুপ করে পড়ে খালের পানিতে তলিয়ে যায়।

 

উপদেশ : পরের জিনিসে লোভ করলে নিজেরই ক্ষতি হয়।