কাউন্টি খেলতে যাচ্ছেন না তাসকিন

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

গতকাল মঙ্গলবার সকাল থেকেই ক্রিকেট অঙ্গনে একটি গুঞ্জন, ইংলিশ কাউন্টি ক্লাব ওয়ারউইকশায়ারের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন দেশের শীর্ষ ফাস্টবোলার তাসকিন আহমেদ। বাংলাদেশের সাবেক ফাস্টবোলিং কোচ ওটিস গিবসন তাসকিনকে ওয়ারউইকশায়ারের হয়ে ইংলিশ কাউন্টির লঙ্গার ভার্সন (৪ দিনের আসর) খেলার প্রস্তাব দিয়েছেন।

বলে রাখা ভালো, গিবসন এখন ওয়ারউইকশায়ারের হেড কোচ। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, তাসকিন কী জানিয়েছেন? তিনি এ বছর ইংলিশ কাউন্টি খেলতে চান? তা নিয়ে দুইরকম ভাষ্য শোনা যাচ্ছে। একপক্ষ বলছে, তাসকিন নিজ থেকে ‘না’ করে দিয়েছেন। আর অন্যপক্ষের খবর, বিসিবি তাকে বিশ্বকাপের আগে ইংলিশ কাউন্টির ৪ দিনের পর্ব খেলতে দিতে রাজি নয়। খবর জাগোনিউজ’র

আসলে কোনটি সঠিক? বিসিবি পরিচালক ও জাতীয় দল পরিচালনার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে এ প্রশ্ন রাখা হলে তিনি যা বলেন, তার সারমর্ম হলো-সিদ্ধান্তটা আসলে তাসকিনের একার না। আবার ঠিক বোর্ডও যে নিষেধ করেছে, তেমনও নয়। তাহলে কী?

জালাল ইউনুস জানালেন, সবাই কথাবার্তা বলেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সেটা কী রকম? এবার জালালের বিস্তারিত ব্যাখ্যা, ‘আসলে ওয়ারউইকশায়ারের হয়ে ইংলিশ কাউন্টির লঙ্গার ভার্সনের পার্ট খেলার প্রস্তাব পেয়ে তাসকিন বোর্ডে ব্যাপারটা জানায়। আমাদের সাথে খোলাখুলি কথা বলে। সেই আলাপের সময় হেড কোচ, নির্বাচকরা আর আমরা মানে ক্রিকেট অপসের ও বোর্ডের লোকজন ছিলাম।’