বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু আজ

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

আজ ৭ জুন (বুধবার) মাঠে গড়াচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। খেলা ওভালে। দুই দলের জন্যই নিরপেক্ষ ভেন্যু। কিন্তু ম্যাচের আগে পিচের যে ছবি সামনে আসছে, তাতে ভয় জাগতে পারে ভারতীয় ব্যাটারদের মনে। বাউন্সি সবুজ পিচে খেলে অভ্যস্ত অস্ট্রেলিয়ানরা। কিন্তু উপমহাদেশের উইকেট থাকে তার উল্টো। অর্থাৎ ধীরগতির স্পিনিং ট্র্যাকে সাধারণ প্রতিপক্ষবধ করে থাকে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দলগুলো।

ওভালের ডিম্বাকৃতির পিচে পরিস্কার সবুজ ঘাস দেখা যাচ্ছে। যদি এমনই থাকে পিচ, ঘাস ছেঁটে ফেলা না হয়, তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কঠিন পরীক্ষাতেই পড়তে হবে ভারতকে। ওভাল পিচের ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রতিনিয়ত কমেন্ট করে তাদের মতামত দিচ্ছেন। নেটিজেনদের অনেকেই পিচ দেখে বলছেন ‘সবুজ বাগান’। খবর জাগোনিউজ’র

ম্যাচের আগে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করে নিয়েছেন, ইংল্যান্ডের উইকেটে ব্যাটিং তাদের জন্য সহজ হবে না। রোহিত বলেন, ‘একজন ব্যাটার হিসেবে আমি বলতে পারি আপনি কখনই এই মাঠে রিল্যাক্স মুডে যেতে পারবেন না।’

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা ভারতকে কঠিন পরীক্ষায় ফেলবেন, এটা অনুমান করাই যাচ্ছে। তবে ভারতীয় দলেও ভালো পেস বোলিং ইউনিট আছে। মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব এবং শার্দুল ঠাকুররা জ্বলে উঠলে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দেওয়ার সামর্থ্য রাখেন। যদিও ওভালে টিম ইন্ডিয়ার রেকর্ড ভালো নয়। ভারত এখন পর্যন্ত এখানে ১৪টি টেস্ট খেলে মাত্র দুটিতে জিতেছে। হার পাঁচটিতে এবং ড্র করেছে সাতটি ম্যাচ। অবশ্য এই মাঠে অস্ট্রেলিয়ার টেস্ট রেকর্ডও আহামরি নয়। তারা এখানে যে ৩৮টি ম্যাচ খেলেছে, তার মধ্যে সাতটি জিতেছে এবং ১৭টি হেরেছে, ১৪টি ম্যাচ ড্র হয়েছে।