একুশ মানেই দেশপ্রেম

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। আমাদের প্রতিবেদক, প্রতিনিধি ও বিজ্ঞপ্তির সংবাদ।

চন্দনাইশ :

চন্দনাইশ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। দিবসে প্রথম প্রহর রাত ১২ টা ০১ মিনিটে উপজেলা পৌরসভা  কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কমসূচি শুরু করা হয়।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা ভাইস  চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রূপা, সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, পৌর আওয়ামী লীগের আহবায়ক এম কায়ছার উদ্দীন চৌধুরী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আমিনুল ইসলাম চৌধুরী রোকন, আলমগীরুল ইসলাম চৌধুরী। তাছাড়া উপজেলা প্রশাসন, চন্দনাইশ থানা প্রশাসন, চন্দনাইশ  পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, দোহাজারী  পৌরসভা, গাছবাড়ীয়া সরকারি কলেজ, চন্দনাইশ প্রেস ক্লাব, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ,  প্রজন্ম লীগ, মহিলা আওয়ামী লীগ,  সৈনিকলীগ, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, গাছবাড়িয়া আর্ট স্কুল এন্ড সংগীতালয়, চন্দনাইশ কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

রাউজান :

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপজেলা রাউজানে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পালন করা হয় । মহান শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাউজান উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি, রাউজান উপজেলা মুক্তিযোদ্বা সংসদ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা প্রশাসন, রাউজান থানা পুলিশ,রাউজান পৌরসভা, রাউজান প্রেস ক্লাব, রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, রাউজান খেলোয়াড় সমিতি, শেখ রাসেল স্মৃতি সংসদ, রাউজান উপজেলা শিক্ষক সমিতি, রাউজান পৌরসভা কাপড় ব্যবসায়ী সমিতি, রাউজান গার্ল গাইডস, রাউজান স্কাউটস, রাউজান আর আর এ সি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, রাউজান ছালামত উল্ল্রাহ উচ্চ বিদ্যালয়, রাউজান সুরেশ বিদ্যায়তন, রাউজান ষ্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাউজান সরকারি কলেজ, রোজ গার্ডেন ক্লাব, রাউজান ট্রাক মলিক সমিতি, ট্রাক শ্রমিক ইউনিয়ন, রাউজান পৌরসভা আওয়ামী লীগ, রাউজান পৌরসভা যুবলীগ, রাউজান পৌরসভা ছাত্রলীগ, রাউজান উপজেলা অফিসার্স ক্লাবসহ রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল :

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদার, সহ-সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন সিকদার,  সেলিম চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী আজাদ, ইঞ্জিনিয়ার শাহ  নেওয়াজ চৌধুরী, রেজাউল হক চৌধুরী মাসুদ, আরিফ বিল্লাহ  চৌধুরী, আরিফুর রহমান মারুফ, সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজলু, সিনিয়র যুগ্ম-সম্পাদক আবদুস সবুর, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, মাহাবুবুল আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী, মীর জাকির আহমদ, আবদুল কাদের, মো: ফারুক হোসেন, মো: মহিউদ্দিন, মনোয়ার হোসেন, মো. হাসান, জমির উদ্দিন আজাদ, মাঈনুদ্দীন মনির, মোনায়েম খান, চৌধুরী হাসান, জয়নাল আবেদীন, মাসুদ করিম, ওয়াসিম উদ্দিন, নাছির উদ্দিন দিদার, আমির সোহেল, নুরুল আবছার, নুর হোসেন, হেফাজ উদ্দিন, দিদারুল আলম, নিজাম উদ্দিন, এহসানুল করিম, মো. ইব্রাহীম, ইদ্রীস মানিক, আবদুল গফুর, শওকত আলী লিটন, সাহাব উদ্দিন দস্তগীর, আজগর, বেলাল, পারভেজ মুজিব, সরোয়ার উদ্দিন, আবু তাহের, জসিম উদ্দিন, আবুল কাশেম, রোকন আলী আকবর, করিম, মহসিনুল হক, আবদুল নুর, নুরুল আলম, জাহাঙ্গীর, রমিজ প্রমুখ।

বিনয়বাঁশী শিল্পী গোষ্ঠী :

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে একুশে  ফেব্রুয়ারি বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা, যথাযথ মর্যাদায়  শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা শিল্পী  বাবুল জলদাস, সভাপতি প্রণব রাজ বড়–য়া, সহ-সভাপতি এম.ইউছুপ রেজা, প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস, সি-সহ-সাধারণ সম্পাদক বিধান দাস, সহ-সাধারণ সম্পাদক বকুল বড়–য়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজ রকি, সহ-সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ সাংস্কৃতিক সম্পাদক কমল বড়–য়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. খোরশেদ আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এসকান্দর, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলু দাস, নির্বাহী সদস্য কালীপদ দাস, নীলা দাস (মণি) রতœা নাথ (জয়া), শিমু দাস, অর্পিতা ঘোষ, দেবী ঘোষ ও সুজন বড়–য়া প্রমুখ।

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটাল :

চন্দনাইশে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ উপলক্ষে প্রভাতফেরি ও বিজিসি ট্রাস্ট প্রাঙ্গণে নির্মিত শহিদ মিনারে সকাল ৭.৩০ টায় পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

হসপিটালের পরিচালক ক্যাপ্টেন ডা. খায়েরউদ্দিন বরকতের (অব.) নেতৃত্বে¡ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে  চিকিৎসক, কর্মকর্তা, নার্স, টেকনেশিয়ান, কর্মচারীগণ প্রভাতফেরিতে অংশ নেন।

হসপিটালের পরিচালক ক্যাপ্টেন ডা. খায়েরউদ্দিন বরকত (অব.)-এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংর অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম, ইন্সট্রাক্টর মালতি বড়–য়া, হসপিটালের আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডা অর্পণ দেবনাথ, মেডিকেল অফিসার ডা. এজাজুর রহমান শুভ, এজিএম মিজানুর রহমান, ডেপুটি ম্যানেজার (এইচআর-এডমিন) মো এরশাদ হোসেন, মেট্রন শায়ের আহমদ, অফিসার মো. সেলিম উদ্দিন, অফিসার মো. আনোয়ার হোসেন প্রমুখ।

সীতাকুণ্ড :

মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে সীতাকু- প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকাল ৫টায় সীতাকু- প্রেসক্লাব হল রুমে এই আলোচসা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন অনিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ. সাবেক সভাপতি  সেকান্দর হোসেন, সহসভাপতি জহিরুল ইসলাম, লিটন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদ জাহাঙ্গীর আলম,  সাংগঠনিক সম্পাদক ফারুক আব্দুল্লা প্রমুখ।

চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।  ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চকরিয়া বিমানবন্দরস্থ বিজয় মঞ্চের কেন্দ্রীয় শহীদ বেদিতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। রাত ১২টা এক মিনিটের পর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  ফজলুল করিম সাঈদী’র নেতৃত্বে উপজেলা পরিষদ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তানভীর হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, চকরিয়া পৌরসভা মেয়র আলমগীর চৌধূরীর নেতৃত্বে পৌর প্রশাসন ও কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো.তফিকুল আলম এবং চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মুহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে চকরিয়া থানা পুলিশ। এছাড়া শ্রদ্ধা নিবেদনকালে উপজেলা প্রশাসন, থানা পুলিশের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক আইনজীবি, শিক্ষকসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন। অন্যদিকে চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের বড়ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্যনির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

বড়ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলসাদ আঞ্জুমান রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামসুল আলম, বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি আবদুল লতিফ, শিক্ষক নুসরাত জাহান বৃষ্টি, জন্নাতুল রায়হান, রওশন সেতারা, নার্গিস আক্তার, হাসনাতুল জারিয়া ঝুমকা, কিছমত আরা ছিদ্দিকা।

মিরসরাই :

মিরসরাইয়ে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রবিবার সকালে শহীদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলদিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানসহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এদিকে বারইয়ার হাট কলেজ শহীদ মিনারে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাজানান হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগ। এসময় হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা মিয়া সওদাগর, সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন হারুন, যুগ্ম সম্পাদক দাউদুল ইসলাম, প্রচার সম্পাদক সাহাবউদ্দিন সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

নারায়নহাট ইউনিয়ন আওয়ামী লীগ :

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকাল ৭ টায় নারায়নহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার রতন কান্তি চৌধুরীর নেতৃত্বে নারায়নহাট  কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময়  উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ডা. মহিউদ্দীন চৌং, ডা. অমর নাথ,  মোহাং শওকত হোসেন, বাবু প্রদীপ বড়ুয়া, মোং আবুল কালাম, মোং রাসেল, মোং মনা, মোং শাহালম, মোং শাহাবুদ্দিন প্রমুখ।