‘ইউর লোকাল পুলিশ’ শীর্ষক সভা : সহিংসতা ও মাদক বন্ধে কার্যকর পদক্ষেপ নিন

বেসরকারি উন্নয়ন সংস্থা সংশপ্তক, দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বায়জিদ থানার সাথে ‘ইউর লোকাল পুলিশ’ শীর্ষক এক সভা সম্পন্ন হয়।
সভায় স্বাগত বক্তব্যে সংশপ্তক এর প্রোগ্রাম ম্যানেজার জয়নাব বেগম চৌধুর তার স্বাগত বক্তব্যে বলেন, উন্নয়ন সংস্থা সংশপ্তক দীর্ঘদিন ধরে চট্টগ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায়, দ্যা এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় চট্টগ্রাম সিটি করপোরেশন এর ১৯টি ওয়ার্ড এবং ৬টি উপজেলায় পিস প্রকল্প বাস্তবায়ন করছে। দি এশিয়া ফাউন্ডেশন প্রতিনিধি, মো. নাছিরউদ্দিন বলেন, পিস প্রকল্পের মাধ্যমে এই সভার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের সম্পৃক্ততায় এলাকার কমিউনিটি পুলিশিং এবং থানার সহযোগিতা নিয়ে সকল নির্যাতন, সহিংসতা, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকা- কমানোর লক্ষ্যে আইন শৃংখলাবাহিনীকে সম্পৃক্ত করা। সভায় সিপিএফ নেতৃবৃন্দ কিশোর গ্যাং কার্যক্রম বন্ধ করা, চাঁদাবাজি, কমিউনিটি পুলিশিং মিটিং এ পুলিশের উপস্থিতি, ছিনতাই, যৌন নির্যাতন, জুয়া ও মাদক প্রতিরোধের ক্ষেত্রে পুলিশ থেকে কিভাবে সহযোগিতা পাওয়া যায় এসব বিষয় নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রধান অতিথি বিজয় বসাক বলেন, সভায় যে সব অভিযোগ এসেছে তা বায়েজিদ থানার মাধ্যমে তদারকি করা হবে। তিনি সব স্তরের মানুষের কাছ থেকে আইন-শৃংখলা উন্নয়নের বিষয়ে গঠনমূলক পরামর্শ ও জনগণের সহযোগিতা কামনা করেন। সভায় আরো বক্তব্য রাখেন ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সেক্রেটারি কালামউদ্দিন সায়েম, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মন্জুুর আলম চৌধুরী, সেক্রেটারি মো. কফিলউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারি মো. ইয়াকুবসহ অন্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশপ্তক পিস প্রকল্পের সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম। বিজ্ঞপ্তি