আবাহনী সবসময় ট্রফির জন্য লড়াই করে: কলিনদ্রেস

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

এক মৌসুম আগে বসুন্ধরা কিংসে আলো ছড়িয়েছিলেন রাশিয়া বিশ্বকাপে খেলা দানিয়েল কলিনদ্রেস। এবার আবাহনী লিমিটেডের জার্সি উঠেছে এই কোস্টারিকার ফরোয়ার্ডের গায়ে। স্বাধীনতা কাপের প্রথম দুই ম্যাচে গোল পাননি তিনি। তবে কোয়ার্টার ফাইনালে এসে ঠিকই জ্বলে উঠেছেন ৩৬ বছর বয়সী তারকা। তার জোড়া গোলে সেনাবাহিনীকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে উঠেছে আবাহনী। বড় জয়ে স্বভাবতই খুশি কোস্টারিকান ফরোয়ার্ড।
স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে দুই গোল ছাড়া একটি অ্যাসিস্টও আছে কলিনদ্রেসের। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম ছাড়ার আগে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমরা অনেক খুশি। এটা টিম ওয়ার্কের ফল। ধীরে ধীরে ভালো করছি। আমরা চেষ্টা করছি ধাপে ধাপে এগিয়ে যেতে, একসঙ্গে থাকতে। আমরা সবাই সবাইকে চিনি, জানি। সবাই মিলে পার্থক্য গড়ে দিতে চাইছি।’
সাইফ স্পোর্টিং ও স্বাধীনতা ক্রীড়া সংঘ ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে আবাহনী। সেই ম্যাচ সামনে রেখে আশাবাদী কলিনদ্রেস, ‘আমরা চেষ্টা করবো পরের ম্যাচ জিততে। আবাহনী সবসময় ট্রফির জন্য লড়াই করে। সেই লক্ষ্যে এগিয়ে যেতে চাই। যদি আমরা এভাবে ভালো খেলতে থাকি, তাহলে অবশ্যই সাফল্য আসবে।’
দুই গোলের পর কলিনদ্রেস হ্যাটট্রিকের জন্য ঝাঁপিয়ে পড়েননি। বরং অন্যদের দিয়ে গোল করানোর চেষ্টা করে গেছেন। হ্যাটট্রিক পাননি বলে এই কোস্টারিকানের কোনও খেদ নেই, ‘হ্যাটট্রিক পাইনি বলে কোনও সমস্যা নেই। দল জিতেছে, এটাই আমার কাছে বড় বিষয়।’
কলিনদ্রেসের পারফরম্যান্সে কোচ মারিও লেমসও খুশি। পর্তুগিজ কোচ বলেছেন, ‘প্রতিটি ম্যাচে কলিনদ্রেস উন্নতি করছে। আজ দুটি গুরুত্বপূর্ণ গোলও পেয়েছে। আমরা ওর পারফরম্যান্সে খুশি।’