স্বনির্ভর বাংলাদেশ গঠনের জন্য জাতীয় পার্টির জন্ম হয়েছিল

৩৬তম প্রতিষ্ঠা দিবসের সভায় সোলায়মান শেঠ

জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে ১ জানুয়ারি বেলা ৩ টায় নগরীর চকবাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি মো. সোলায়মান আলম শেঠ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা ছিলেন পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এয়াকুব হোসেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ মিয়া, সিনিয়র সহ-সভাপতি আবু জাফর মাহমুদ কামাল, সহ-সভাপতি মো. সালামত আলী, ছগির আহমদ সোহেল, মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আজম খান, যুগ্ম সম্পাদক সার্জেন্ট আবু তাহের, আলী ইমরান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম, ইরশাদুল হক সিদ্দিকী, মো. আবদুল কাদের, অর্থ সম্পাদক মাজেদুল হক, প্রচার সম্পাদক কাজী ফজলে হাসান শাহীন, যুগ্ম প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন আপন, দপ্তর সম্পাদক ছবির আহমদ, যুগ্ম দপ্তর সম্পাদক এম. শফিউল আজম চৌধুরী লিটন, যুগ্ম কৃষি বিষয়ক সম্পাদক নুর আহমেদ মিঠু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. গোলাম কিবরিয়া, যুগ্ম ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা সুলতানা রহমান, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা তাসলিনা আক্তার মনি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান চৌধুরী, সমবায় বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, নগর ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন নুরুল হুদা জুজু, নাছির উদ্দিন, মো. ইব্রাহিম, মো. শাকির, আলী হোসেন মহব্বত, জানে আলম, শোভা আক্তার, জরিনা বেগম প্রমুখ।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. জহুর উদ্দিন জহিরের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জননেতা মো. সোলায়মান আলম শেঠ বলেন, দেশের অর্থনৈতিক মুক্তি ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের জন্য পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বরেণ্য ব্যক্তিদের সাথে নিয়ে ১৯৮৬ সালের ১ জানুয়ারি ধানম-ি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির আত্মপ্রকাশ করেন। বর্তমানে দেশের উন্নয়নকামী ও শান্তিপ্রিয় জনগণ জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ। বিজ্ঞপ্তি