সেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে : সুজন

‘দ্য আর্বান গ্যারেজ’ এর উদ্বোধন

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক আলহাজ খোরশেদ আলম সুজন বলেছেন, ক্রেতা সন্তুষ্টিই ব্যবসায় সাফল্যের মূল চাবিকাঠি। কিন্তু আমাদের দেশে যে কোনো ব্যবসা শুরু করার কিভাবে গ্রাহককে ঠকাবে সেটা শিখে যায়। আমি আশা করব আরবান গ্রুপের সেবায় মানুষ যেন সন্তুষ্ট এবং অভিভূত হয়। আমি মনেকরি আপনাদের এই প্রতিষ্ঠান দক্ষতার সাথে সেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবে। তিনি নতুন প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
গতকাল শুক্রবার (৪ ডিসেম্বর) বিকালে নগরীর অক্সিজেন কুয়াইশ লিংক রোডে ‘দ্য আর্বান গ্যারেজ’ নামক একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক নাহিদ আল নোমান ও ইলিয়াস বিন রশিদ।
তানভীর বিন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিবিআই চট্টগ্রাম ডিভিশনের এএসপি মো. ইকবাল, মহানগর যুবলীগের সদস্য কফিল উদ্দিন, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন জসিম, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী ও মহানগর ছাত্রলীগের উপ-সম্পাদক বোরহান উদ্দিন ফরহাদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ জিয়াউল করিম।
এর আগে ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।
শেষে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালক নাহিদ আল নোমান ও ইলিয়াস বিন রশিদ। বিজ্ঞপ্তি