মাদকরোধে সোচ্চার হতে হবে

প্রতিষ্ঠাবার্ষিকীতে অতিরিক্ত পরিচালক

‘মাদক হচ্ছে একটি ভয়াবহ ব্যাধি। এটি নিয়ন্ত্রণ করা যাবে, কিন্তু একেবারে নির্মূল করা কঠিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। জনগণ সচেতন না হলে শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হবে। মাদককে ‘না’ বলে সমাজ ও দেশ থেকে মাদক রোধে সবাইকে সোচ্চার হতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাদকমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে।’

২ জানুয়ারি শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরি রোডস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী এসব কথা বলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অনুষ্ঠানের আয়োজন করেন। প্রতিষ্ঠা বার্ষিকীর এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘মুজিব বর্ষের অঙ্গিকার, মাদক করবো পরিহার, মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো।’ এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুম অ্যাপের মাধ্যমে যুক্ত হয়ে বিভাগাধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন জেলার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলেন, মো. মজিবুর রহমান পাটওয়ারী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মো. হুমায়ুন কবির খন্দকার। বক্তব্য রাখেন সহকারী পরিচালক (গোয়েন্দা) মো. রুহুল আমীন। অনুষ্ঠানে অধিদপ্তরের মেট্রো ও জেলায় কর্মরত পরিদর্শক ও বিভিন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি