মাথানত না করার শিক্ষা দিয়েছে ভাষা আন্দোলন

মাতৃভাষা উপলক্ষে নগর আওয়ামী লীগের সভা

‘ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠিত করেনি বাঙালিকে সাহসী ও মাথানত না করার শিক্ষা দিয়েছে। তাই বঙ্গবন্ধু আমাদেরকে একটি স্বাধীন জাতি হিসেবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি ও প্রেরণা যুগিয়ে গেছে।’

গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে নগর আওয়ামী লীগের সভায় নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী এ কথা বলেন।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, একুশের পথ ধরেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতাসহ সব ধরনের বড় বড় অর্জন লাভ করতে পেরেছি। একুশ আমাদের চেতনাকে শাণিত করে বলে আমরা বার বার কঠিন দুঃসময়ে ঘুরে দাঁড়াতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী ও সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব সভায় যে সম্মান ও মর্যাদার উচ্চতায় পৌঁছেছে তা মহান একুশের ধারাবাহিকতার অংশ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগর আওয়ামী লীগের উদ্যোগে প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে ’৫২র ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন শেষে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী, সাবেক প্রসাশক খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর শহিদুল আলম, উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, নির্বাহী সদস্য আবুল মুনছুর, ইঞ্জিনিয়ার বিজয় কৃষাণ চৌধুরী, থানা আওয়ামী লীগের অধ্যক্ষ আসলাম হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের মোজাহেরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, কাউন্সিলর আব্দুল মান্নান, দিলদার খান দিলু। সভা মঞ্চে উপস্থিত ছিলেন, সফর আলী, সম্পাদক মন্ডলীর সদস্য চৌধুরী হাসান মাহমুদ হাসনী, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী জহুর আহমদ, মাহাবুবুল হক মিয়া, দিদারুল আমল চৌধুরী, আব্দুল আহাদ, আবু তাহের, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য গাজী শফিউল আজিম, সৈয়দ আমিনুল হক, পেয়ার মোহাম্মদ, জাফর আলম চৌধুরী, সাইফুদ্দীন খালেদ বাহার, থানা আওয়ামী লীগের আলহাজ্ব ফিরোজ আহমেদ, হাজী সিদ্দিক আলম, মো. ইলিয়াছ, মো. মাঈনুদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের আবুল হাসেম বাবুল, আব্দুল হান্নান, আবুল কাসেম, শামসুল আলম, সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, নাজিম উদ্দীন চৌধুরী, হাসান মুরাদ, আতিকুর রহমান, স্বপন কুমার মজুমদার, আমিনুল হক রঞ্জু, মো. ইয়াকুব, ফয়জুল্লাহ বাহাদুর, ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, কায়সার মালিক, আসিফ খান, মো. মুসা, জানে আলম, এসএম আকবর আলী আকাশ, ইফতেখার আলম জাহেদ প্রমুখ। বিজ্ঞপ্তি