বোঝা নয়, নারীকে শক্তিতে পরিণত করুন

হাজী মোস্তফা বেগম যুব ফাউন্ডেশনের সেলাই প্রশিক্ষণ কর্মসূচি

নগরীর আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুল অডিটরিয়ামে আত্মকর্মসংস্থান, সমাজকল্যাণ ও অলাভজনক প্রতিষ্ঠান হাজী মোস্তফা বেগম যুব ফাউন্ডেশনের উদ্যোগে ১১ নভেম্বর সকালে অর্ধমাসব্যাপী সেলাই প্রশিক্ষণ, ড্রেস মেকিং এবং কাটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সাইফুদ্দিন উদ্দিন সাইফু বলেন, নারীসমাজ সমাজের জন্য বোঝা নয়, তাদেরকে শিক্ষিত করতে হবে। দক্ষ প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের শক্তিতে পরিণত করতে হবে। তখন দেশ ও সমাজ উপকৃত হবে। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোস্তফা বেগম যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. হোসেন মুরাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সাইফুদ্দিন উদ্দিন সাইফু। প্রধান আলোচক যুব উন্নয়ন অধিদপ্তর কোতোয়ালী ইউনিটের যুববান্ধব কর্মকর্তা মোহাম্মদ জাহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পাপড়ি সেনগুপ্ত, এস এম হুমায়ুন কবির, মুজিবুর রহমান,আলমগীর হোসেন সৈকত, সাজ্জাদ হোসেন, ওয়াহিদুল ইসলাম, রহিম উদ্দিন, পান্না আকতার, আবুল কাশেম, জাহেদ হোসেন, রুজি আকতার, পারুল আকতার প্রমুখ। বিজ্ঞপ্তি