আগামী ২১ জুন থেকে চালু হচ্ছে চসিকের আইসোলেশন সেন্টার

আইসোলেশন সেন্টারে কর্মকর্তা-কর্মচারীদের সাথে সভায় বক্তব্য রাখছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত আগ্রাবাদ এক্সেস রোডের আইসোলেসন সেন্টার চালু হচ্ছে রোববার থেকে। এদিন থেকে রোগী ভর্তি হতে পারবে। ২৫০ শয্যার এই আইসোলেসন সেন্টারটিতে ইতিমধ্যে প্রায় ১০ জন চিকিৎসক নিয়োগ দিয়েছে সিটি কর্পোরেশন। প্রথম দফায় নিয়োগ পাওয়া চিকিৎসকরা কাজে যোগদান না করায় তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। দ্বিতীয় দফায় আবারো নিয়োগ দেয়া হয়।

এদিকে রোববার থেকে আইসোলেসন সেন্টারটি চালুর কথা স্বীকার করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘নগরবাসীকে পূর্ণ সহযোগীতা দেবে এই আইসোলেসন সেন্টার। এখানে দক্ষ চিকিৎসক ও নার্স থাকবে। এছাড়া অক্সিজেন সিলিন্ডারও রয়েছে।’

নতুন করে ডাক্তার নিয়োগ দেয়া প্রসঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন,‘ চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বিভিন্ন নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে আমাদের প্রায় ১০ জন চিকিৎসককে আইসোলেসন সেন্টারে নিয়োগ দেয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজন হলে আরো বাড়ানো হবে।’

উলেস্নখ্য, সিটি কনভেনশন হলটি আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দেয়া হয়। আর সিটি কর্পোরেশন নিজস্ব জনবল ও ব্যবস্থাপনায় এই আইসোলেসন সেন্টারটি চালু করে। গত সপ্তাহে এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।