চবি প্রত্যয়ী শিক্ষার্থীদের জন্য অনুদান দিলো ‘চবি ক্লাব ৩১’

উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের হাতে চেক হস্তান্তর করছেন ‘চবি ক্লাব ৩১’ এর সদস্যরা

করোনা মহামারীর কারণে সংকটে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রত্যয়ী শিক্ষার্থীদের জন্য চবি ব্যাচ-৩১ ক্লাব লিমিটেড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে ৫০ হাজার টাকার একটি চেক অনুদান হিসেবে প্রদান করেছে। আজ ১৮ জুন (বৃহস্পতিবার) উপাচার্য দপ্তরের অফিস কক্ষে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের নিকট এ চেক হস্তান্তর করা হয়।
এ সময় চবি এ এফ রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, চবি শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুদ্দীন, ব্যাচ-৩১ ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ ইউছুফ, সাধারণ সম্পাদক শামসুর রহমান রাকিব, অর্থ সম্পাদক রুবেল সাহা, সদস্য নাসিরুল আলম টনিসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, করোনা মহামারীর কারণে সংকটে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়ী শিক্ষার্থীদের জন্য এ অনুদান প্রদান করায় চবি ব্যাচ-৩১ ক্লাবের সদস্যদের আন্তরিক ধন্যবাদ। মহামারী থেকে উত্তরণের জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের জন্য কাজ করে যেতে হবে। বিজ্ঞপ্তি