ছিনিয়ে নেয়া মাদক কারবারি হানিফসহ গ্রেফতার ৫

পুলিশ ফাঁড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক »

নগরের চান্দগাঁও থানার কালুরঘাট পুলিশ ফাঁড়ি থেকে আসামি ছিনিয়ে নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের চারদিন পর আসামি মো. হানিফকে (২৬) পাঁচ সহযোগীসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে সীতাকু- উপজেলার ভাটিয়ারি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী একটি বাসে তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. হানিফ খান (২৬), মো. ইয়াসিন (২৪), মহিউদ্দিন শরীফ (২৩), রেজাউল করিম (২০), হৃদয় (২১)।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) শামীম কবির বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার পর চারদিন ধরে হানিফ এলাকায় ছিল না। বোয়ালখালী, পটিয়া, ও রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার পর হানিফ ও তার ভাই ইয়াসিনসহ ৫ জন ঢাকায় পালিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর হানিফ ও দেলোয়ার নামে দুই মাদক কারবারিকে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। চান্দগাঁও থানা পুলিশ ফাঁড়িতে তাদের নেওয়ার পরে পুলিশের ওপর হামলা চালায় হিজড়াদের একটি দল। সেখানে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন নাজমা আক্তার নামে এক নারী। নাজমা হানিফের বোন। এ ঘটনার পর পুলিশ দুটি মামলা করে।