৬ মে থেকে সিলভার স্ক্রিনে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’

সুপ্রভাত ডেস্ক »

আগামী ৬ মে চট্টগ্রামের সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে মার্ভেলের সুপারহিরো সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’।

একই দিনে আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে মার্ভেলের এ সিনেমাটি। সেদিন বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাবে।

এ সিনেমার প্রধান চরিত্র ‘ডক্টর স্ট্রেঞ্জ’ হিসেবে আছেন হলিউড অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ। সিনেমাতে এ সুপারহিরোকে ভয়ঙ্কর সব রূপের মুখোমুখি হতে দেখা যাবে। এ সিনেমার মাধ্যমে মার্ভেল তার মাল্টিভার্স সৈন্যদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে যাচ্ছে বলে মনে করছেন সবাই।

এরই মধ্যে বিশ্বব্যাপী সিনেমার টিকেটের জন্য হুমড়ি খেয়ে পড়েছে দর্শক।

মার্ভেল স্টুডিওসের প্রযোজনায় ও ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের পরিবেশনায় ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’ সিনেমাটি হচ্ছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ২৮তম চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করেছেন স্যাম রাইমি।

সিনেমার মূল চরিত্রে বেনেডিক্ট কাম্বারব্যাচ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এলিজাবেথ ওলসেন, র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, চিওয়েটেল ইজিওফোর, জোচিটল গোমেজ প্রমুখ।

২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘ডক্টর স্ট্রেঞ্জ’। এরই ধারাবাহিকতায় এ সিনেমার সিক্যুয়েল ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’ তৈরি হয়েছে।