‘২ লাখ ডলারের’ সেই ডিফেন্ডার বাংলাদেশের ত্রাতা

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

ইয়াসিন আরাফাতের প্রতিভা দেখে সাইফ স্পোর্টিং তিন বছর আগে তার রিলিজ ক্লজ রেখেছিল ২ লাখ ডলার। মানে, কোনও দল তাকে কিনতে চাইলে সাইফকে ওই অর্থ পরিশোধ করতে হতো। যদিও ওই ‘শর্ত’ এখন আর নেই, চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই ডিফেন্ডার মুক্ত। ইয়াসিনকে নিয়ে এখন আলোচনার কারণ ভারত ম্যাচে তার পারফরম্যান্স। ১০ জন নিয়ে যখন হারের শঙ্কা চোখ রাঙাচ্ছিল, ঠিক সেই সময়েই ত্রাতা হয়ে আবির্ভূত এই তরুণ। ইয়াসিন এখন আগের চেয়ে ধারালো। ঘরোয়া ফুটবলে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন। আর এবার দেশের জার্সিতে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ১০ জনের বাংলাদেশকে ম্যাচে ফেরান দারুণ গোলে। ১-১ গোলের ড্রতে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপে’ নিজেদের অবস্থান সুসংহত করেছে লাল-সবুজ জার্সিধারীরা। মালদ্বীপের সাফের আগ মুহূর্তে বাংলাদেশের কোচ বদল হয়েছে। জেমি ডে’র জায়গায় আসা স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন প্রতিযোগিতার শুরু থেকে ইয়াসিনের ওপর আস্থা রাখছেন। একাদশে খেলাচ্ছেন। ইয়াসিনের বড় গুণ হলো, রক্ষণ সামলে দ্রুত ওভারল্যাপ করে উঠতে পারেন। আর সুযোগ পেলেই লক্ষ্যভেদ করার প্রাণান্ত চেষ্টা তার। ভারত ম্যাচে সেই আস্থারই বুঝি প্রতিদান দিলেন! ভারতের বিপক্ষে এমনিতে এক গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। তার ওপর ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের লাল কার্ডে খেলতে হয় একজন কম নিয়ে। যদিও মাঠে সেটা বুঝতে দেয়নি জামাল-তপুরা। ৭৩ মিনিটে লাল-সবুজ জার্সিধারীরা খেলায় ফেরে। জামাল ভূঁইয়ার কর্নার থেকে উড়ে আসা বল রাকিবের মাথা ছুঁয়ে এলে দূরের পোস্টে ফাঁকায় থাকা সুযোগসন্ধানী ইয়াসিন চমৎকার হেডে জড়িয়ে দেন জালে। শেষ পর্যন্ত ১-১ গোলে স্কোরলাইন রেখে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

বয়সভিত্তিক ফুটবল থেকেই নিজের প্রতিভার জানান দিয়েছেন ইয়াসিন। ২০১৭ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে খেলেছেন। তার নেতৃত্বে কাতারকে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৫ সালে অনূর্ধ্ব-১২ ও ২০১৬ সালে অনূর্ধ্ব-১৪ দলের হয়ে মালয়েশিয়াতে মক কাপ জেতার রেকর্ডও আছে। এছাড়া অনূর্ধ্ব-২৩ দলের হয়েও খেলেছেন নারায়ণগঞ্জ থেকে উঠে আসা এই ডিফেন্ডার।