২৩৯৭ নমুনায় ২৬৯ আক্রান্ত

চট্টগ্রামে করোনা <<

নিজস্ব প্রতিবেদক <<
করোনার প্রকোপ বাড়ছেই। চলতি মার্চ মাসে সংক্রমণ গত কয়েক মাসের আক্রান্তের রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে না চলায় এ সংখ্যা আশঙ্কাজনহারে বাড়ছে। এরই মধ্যে চট্টগ্রামে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৬৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ হাজার ২৯২ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত সোমবার ২৩৯৭ নমুনায় আক্রান্ত হয়েছে ২৬৯ জন। এরমধ্যে নগরে ২৪৩ জন এবং উপজেলায় ২৬ জন। এছাড়া চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। এরমধ্যে নগরীতে ২৮২ জন এবং উপজেলায় ১০২ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ১ হাজার ৩৬৯ নমুনার মধ্যে ৫৩ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৫২৩ নমুনায় ৮২ জন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ল্যাবে ২২ নমুনায় ২ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ১১৬ নমুনায় ৫২ জন, শেভরনে ৩২১ নমুনায় ৬৮ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩১ নমুনায় ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৫ জনের নমুনা পরীক্ষা করে কারো পজিটিভ মেলেনি।