১৮৪৩ নমুনায় ২০০ আক্রান্ত

করোনা টেস্টের জন্য নমুনা নেওয়া হচ্ছে

চট্টগ্রামে করোনা

নিজস্ব প্রতিবেদক <<

করোনায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যবিধি না মেনে বেপরোয়া ঘোরাঘুরি ও সামাজিক দূরত্ব মেনে না চলায় এ সংখ্যা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০০ জন। গত শুক্রবার ফৌজদারহাট বিআইটিআইডি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, শেভরন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৮৪৩ নমুনায় করোনা পজিটিভ হয়েছে ২০০ জনের। এতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৪৪০ জন।
সিভিল সার্জন থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ৯৯৮ নমুনার মধ্যে ৫৩ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৯ নমুনায় ৩২ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৫০১ নমুনায় ৭০ জন, শেভরনে ১৭৭ নমুনায় ৪০ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৮ নমুনায় ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।