হৃদয় মণ্ডলকে নিয়ে সৃষ্ট পরিস্থিতি পরিকল্পিত: নওফেল

সুপ্রভাত ডেস্ক »

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘দুঃখ ও পরিতাপের বিষয়, একটি বিদ্যালয়ে একজন শিক্ষক পাঠদানরত অবস্থায় কী আলোচনা হয়েছে, সেটাকে পুঁজি করে পরিকল্পিতভাবে একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে।’

মুন্সীগঞ্জে বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে নিয়ে সৃষ্ট পরিস্থিতি পরিকল্পিত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, ‘দুঃখ ও পরিতাপের বিষয় একটি বিদ্যালয়ে একজন শিক্ষক পাঠদানরত অবস্থায় কী আলোচনা হয়েছে, সেটাকে পুঁজি করে পরিকল্পিতভাবে একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে।’

চট্টগ্রাম নগরের জেএমসেন হলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বসন্ত উৎসবে শুক্রবার রাতে এসব কথা বলেন তিনি।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় প্রায় দুই সপ্তাহ কারাগারে আছেন হৃদয় চন্দ্র মণ্ডল। বুধবার তার জামিন শুনানি হলেও বিচারক তা নাকচ করেন। এ বিষয়ে পরের শুনানি হবে রোববার।

বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠার পর গত ২২ মার্চ ওই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে।

এরপর রাতেই বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কোরআন অবমাননার অভিযোগ এনে তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। পর দিন পুলিশ আদালতে তোলার পর বিচারক তাকে কারাগারে পাঠান।

এ ঘটনায় শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘কেউ বলেছে, কেউ শুনেছে এমন গুজবের ভিত্তিতে একটি মামলাও হয়েছে। সেই মামলা আবার রেকর্ডও হয়েছে। শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং জামিন দেয়া হলো না। এ ঘটনা একজন নাগরিকের সুবিচার ও ন্যায়বিচার প্রাপ্তির পথে অন্তরায়।’

যারা গুজব রটায়, তাদের বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন বলে মনে করেন নওফেল। বলেন, ‘অদূর ভবিষ্যতে এ ধরনের গুজব তুলে কেউ যদি কোনো অভিযোগ করে, তাহলে পুলিশ প্রশাসন ও বিচার বিভাগকে বলব এই প্র্যাকটিস সমাজে অসুস্থতা সৃষ্টি করতে পারে। আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। কিন্তু পাশাপাশি এদের বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন। ধর্মে ধর্মে বিভাজনের নোংরা রাজনীতি, ওয়াজ মাহফিলে ধর্মের মনগড়া বক্তব্য দিয়ে সামাজিক অস্থিরতা তৈরি, সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে।’

উপমন্ত্রী বলেন, ‘১৯৭৫-এর শক্তির ষড়যন্ত্র চলছে, তাদের লক্ষ্য পাকিস্তানের মতো কট্টর সমাজব্যবস্থা তৈরি করা। এদের মোকাবিলা করতে হবে। চাপের মুখে মাথানত করা যাবে না। রাষ্ট্রের সব শক্তি প্রয়োগ করে ষড়যন্ত্র পরাস্ত করা হবে, এটা আমাদের ওয়াদা।

‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ১৩ বছর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়। এর আগে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর যারা দীর্ঘ সময় ধরে রাষ্ট্রক্ষমতায় ছিল তাদের সাম্প্রদায়িক, শ্রেষ্ঠত্ববাদী মানসিকতা সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে ঢুকে গেছে যে মানবিক আচরণ, মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ, ভালোবাসা এখন শুধু পত্রিকার পাতায় সীমাবদ্ধ হয়ে গেছে। রাষ্ট্রক্ষমতায় থেকে যতটুকু সম্ভব সব সম্প্রদায়ের জন্য সহমর্মিতা, সহযোগিতা ও সম-অধিকারের পরিবেশ সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছি।’

আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, ‘দেশে অনেকে আওয়ামী লীগের রাজনীতি করার কথা বললেও সত্যিকারে সে আদর্শ ধারণ করে কি না, আবার অনেকে প্রগতিশীলতার কথা মুখে বললেও বাস্তব জীবনে সেটার প্রতিফলন ঘটাচ্ছে কি না, সেটা চিন্তা করার সময় এসে গেছে। দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান, দেশের সব নাগরিকের জন্য সমান অধিকার, ধর্মচর্চার অধিকার এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ সংগ্রামে লিপ্ত হতে হবে।’

তিনি আরও বলেন, ‘মনে রাখতে হবে শ্রেষ্ঠত্বের যে শিক্ষা, নিজেকে সর্বোচ্চ- সর্বোত্তম ভাবা, এটা কুশিক্ষা। এটা দীর্ঘ সময় ধরে চলে এসেছে এবং এর প্রতিফলন আজ সমাজে দেখতে পাচ্ছি। মানুষে মানুষে যে বিভাজন, এটা সমাজে শঙ্কা ও ভীতি তৈরি করছে।’

শুধু শিক্ষাব্যবস্থা পরিবর্তনের মধ্য দিয়ে এ বিভাজনের পরিবর্তন সম্ভব হবে না বলে মনে করেন তিনি। বলেন, ‘সামাজিক আন্দোলনে নামতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের সব প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সামজিক আন্দোলনে নামতে হবে। এর কোনো বিকল্প নেই। পিছপা হলে বাংলাদেশ পাকিস্তান হবে, এরপর আফগানিস্তানে রূপান্তর হবে। সব নাগরিকের সমান অধিকার রাষ্ট্রীয় ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় বিন্দুমাত্র ছাড় দেয়া যাবে না।’

সূত্র : নিউজ বাংলা