হাটহাজারীতে ত্রিবেণী মিষ্টি ভান্ডারকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী :

হাটহাজারী পৌরসভা এলাকার ত্রিবেণী মিষ্টি ভান্ডারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

২৪ এপ্রিল দুপুর ১ টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় ত্রিবেণী মিষ্টি ভান্ডারকে

১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্ল্যাহ্ সুপ্রভাতকে বলেন,  পৌর এলাকার ত্রিবেণী মিষ্টি ভান্ডারে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে  বেকারি সামগ্রী উৎপাদন, কাঁচামাল সংরক্ষণ ও মানবদেহের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে তারা বিভিন্ন খাদ্য উৎপাদন করছে।

তিনি আরও বলেন, ত্রিবেণীর  বেকারি সামগ্রী উৎপাদনের কাঁচামালে  তেলাপোকার বিচরণসহ ইত্যাদি অপরাধে ত্রিবেণী মিষ্টি ভা-ারকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশ সহায়তা করেন বলে জানিয়েছেন তিনি।