হকির চূড়ান্ত দল ঘোষণা

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

এশিয়ান গেমসের বাছাই ও এশিয়া কাপকে সামনে রেখে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এর আগে ২০ জনের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিল।

সেখানে দুজনকে রাখা হয়েছিল স্ট্যান্ডবাই হিসেবে। তবে সেই দুজনের একজন পুষ্কর ক্ষীসা মিমোকে এবার চূড়ান্ত দলে রাখা হয়েছে। আর স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে দ্বীন ইসলাম ইমন ও আল নাহিয়ান শুভকে। খবর বাংলানিউজের।

আগামী ৬ থেকে ১২ মে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের বাছাই। এরপর ২৩ মে থেকে ১ জুন পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে হিরো এশিয়া কাপ। আগামী ৪ মে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

বাংলাদেশ হকি দল :

বিপ্লব কুজুর, আবু সাঈদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, সারোয়ার হোসেন, সোহানুর রহমান সবুজ, রোমান সরকার, নাঈম উদ্দিন, প্রিন্স লাল সামন্ত, রাসেল মাহমুদ জিমি, আরশাদ হোসেন, মিলন হোসেন, ফজলে হোসেন রাব্বি, রাকিবুল হোসেন রকি ও পুস্কর ক্ষীসা মিমো।