সেবার জগতে লায়ন্স ক্লাব অনন্য

লায়ন্স ডিস্ট্রিক্ট কনভেনশন

লায়ন্স জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্যের সভাপতিত্বে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর ২৪তম কনভেনশন শনিবার সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে কনভেনশনের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
ভার্চুয়ালি কনভেনশনে যুক্ত হওয়ার ব্যবস্থা রাখা হয়। কনভেনশনে লায়ন আল সাদাত দোভাষ আগামী সেবাবর্ষের গভর্নর, লায়ন সামশুদ্দীন আহমেদ সিদ্দিকী প্রথম ভাইস গভর্নর এবং লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী দ্বিতীয় ভাইস গভর্নর নির্বাচিত হয়েছেন।
সকাল ১১টায় সিএলএফ কমপ্লেক্সের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে বৈশ্বিক মহামারী করোনার কারণে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক।
অন্যদের মধ্যে প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, লায়ন্স জেলার প্রাক্তন গভর্নরবৃন্দ, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন এস এম আশরাফুল আলম আরজু, কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, কনভেনশন সেক্রেটারি লায়ন উত্তম কুমার দাশ, কনভেনশন ট্রেজারার লায়ন গাজী মো. শহীদুল্লাহসহ লায়ন্স জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনাকালে লায়নিজমের সেবা অভাবী মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করে বক্তারা বলেন, পুরো বিশ্বের মতো চট্টগ্রামেও সেবার জগতে লায়ন্স ক্লাব একটি অনন্য নাম। লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর উদ্যোগে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে স্থাপিত লায়ন্স করোনা সাপোর্ট সেন্টার যেভাবে করোনা রোগীদের চিকিৎসায় ভূমিকা রেখেছে তা চট্টগ্রামের মানুষ কোনোদিন ভুলবে না।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে লায়ন্স জেলার আগামী ২০২১ ২০২২ সেবাবর্ষের নেতৃত্ব নির্বাচনে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ক্ষুদ্র পরিসরে নির্বাচন পরিচালনা করা হয়।
ইলেকশন কমিটির চেয়ারম্যান লায়ন জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে ক্লাব ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে লায়ন আল সাদাত দোভাষ আগামী সেবাবর্ষে জেলা গভর্নর, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী প্রথম ভাইস জেলা গভর্নর ও লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচিত হন। জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন আল সাদাত দোভাষ আগামী ২০২১-২০২২ সেবাবর্ষ সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য লায়ন এস এম আশরাফুল আলম আরজুকে কেবিনেট সেক্রেটারি, লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীকে কেবিনেট ট্রেজারার, লায়ন মো. ওসমান গনি জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, লায়ন গোপাল কৃষ্ণ লালা জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, লায়ন হাসান মাহমুদ চৌধুরীকে জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, লায়ন মো. মোসলেহ উদ্দিন খানকে এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, লায়ন সৈয়দ কামরুল ইসলাম পারভেজকে জয়েন্ট কেবিনেট সেক্রেটারি, লায়ন শফিকুল ইসলামকে জয়েন্ট কেবিনেট ট্রেজারার হিসেবে নির্বাচন করেন। এছাড়া লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর লিও ক্লাব চেয়ারপারসন লায়ন নুর মোহাম্মদ বাবু, লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপারসন লায়ন মো. মাঈনুদ্দিন মাঈনু এবং লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও আফিফা ইসলাম, লিও ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট লিও ইরফান মোস্তফা, লিও ডিস্ট্রিক্ট সেক্রেটারি লিও আতিক শাহরিয়ার সাদিফ, লিও ডিস্ট্রিক্ট ট্রেজারার লিও ইসমাইল বিন আজিজ আলভী, জয়েন্ট সেক্রেটারি লিও জাহিদুল ইসলাম, জয়েন্ট ট্রেজারার লিও ওমর ফারুক নির্বাচিত হন। বিজ্ঞপ্তি