সেপ্টেম্বরে স্বস্তি

চট্টগ্রামে করোনা সংক্রমণ কমেছে ,শনাক্তের হার দুই সপ্তাহ ধরে পাঁচের নিচে

নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে জুলাইয়ে করোনায় রেকর্ড রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে। জুলাইয়ে মোট ২৩ হাজার ২৩৫ ব্যক্তি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। আর মারা গেছেন ২৬১ জন। আগস্টের প্রথমদিকে শনাক্ত রোগীর সংখ্যা বেশি ছিলো। আগস্টের মাঝামাঝি থেকে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ। চলতি মাসে আরও কমেছে সংক্রমণ। সংক্রমণ কমায় মৃত্যুও কমেছে। সেপ্টেম্বর মাসে গতকাল পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ২৩৪৯ জন আর মৃত্যু হয়েছে ৬৭ জনের। বলা চলে সেপ্টেম্বর মাস করোনা সংক্রমণ স্বস্তিদায়ক ছিলো। সংক্রমণ কমায় খুলেছে স্কুল-কলেজ। কয়েকদিনের মধ্যে খুলবে বিশ্ববিদ্যালয়।
সংশ্লিষ্টরা বলছেন গণটিকাদানের কারণে সংক্রমণ কমেছে। এছাড়া করোনায় শনাক্ত ও মৃত্যু বাড়ায় অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন। সেকারণেও কমছে সংক্রমণ।
বিশ্ব স্বাস্থ্যর মতে টানা দুই থেকে তিন সপ্তাহ করোনায় শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে ‘স্ট্যাবল ট্রান্সমিশন’ বলা যাবে। মানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। চট্টগ্রামে গত দেড় মাসের বেশি সময় ধরে করোনা সংক্রমণ কমছে। গত দুই সপ্তাহে ধরে চট্টগ্রামে করোনা সংক্রমণ পাঁচের নিচে রয়েছে।
চিকিৎসকরা বলছেন টিকা নিলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। না হলে আবারও বাড়বে সংক্রমণ। ইতিমধ্যে বিনোদনকেন্দ্রসহ নানা পর্যটনস্পটে মানুষের ভিড় বেড়েছে। স্বাস্থ্যবিধি মানতে অনেকের অনীহা দেখা গেছে। এছাড়া সামাজিক অনুষ্ঠান, বিয়েতে মানুষের লোকসমাগম বাড়ছে। গণপরিবহনে গাদাগাদি করে মানুষ চলাচল করছে।
জনস্বাস্থ্যবিদরা বলছেন, সংক্রমণ নিয়ে স্বস্তি এসেছে। স্বাস্থ্যবিধিতে ঢিলেঢালাভাব চলে এসেছে। মানুষ মাস্ক পরছে না, শপিং মল, গণপরিবহন, বেসরকারি অফিস, রেস্টুরেন্ট, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে অভিভাবকদের ভিড়, হাসপাতালসহ কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি না মেনে চললে আবার বিপর্যয় আসতে সময় লাগবে না।
এদিকে একদিনে চট্টগ্রামে কমছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ১১৮৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৪৩ শতাংশ। একই সময়ে উপজেলায় মৃত্যু হয়েছে ১ জনের।
বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে ১ হাজার ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ১৩ জন নগরের এবং ৪ জন উপজেলার। এ পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট ১ লাখ ১ হাজার ৬৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ৭৩ হাজার ৬৪৭ জন এবং উপজেলার ২৮ হাজার ৩৩ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে উপজেলার ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৯৬ জনে। এরমধ্যে নগরে ৭১৫ জন এবং উপজেলায় ৫৮১ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৩ জনের নমুনা পরীক্ষায় ১ জন, বিআইটিআইডি ল্যাবে ৮১২ জনের নমুনা পরীক্ষায় ৪ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতেল ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
প্রাইভেট হাসপাতালগুলোর মধ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১ জনের নমুনা পরীক্ষায় ১ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৫ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা জীবাণু পাওয়া গেছে। এদিকে জেনারেল হাসপাতাল আর টি আর এল ল্যাবে ৫ জন, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৮ জন এবং ল্যাব এইড ল্যাবে ১ জনের নমুনা পরীক্ষায় কারোর শরীরে করোনা শনাক্ত হয়নি।