সীমিত পরিসরে দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক <<

সীমিত পরিসরে দোকান খোলা রাখার দাবিতে মানববন্ধন করেছে তামাকুমন্ডি ব্যবসায়ী মালিক সমিতি। গতকাল সোমবার দুপুর থেকে ব্যবসায়ীরা নিউমার্কেট এলাকায় রাস্তায় মানববন্ধন করেন। সরকারের পক্ষ থেকে গতকাল সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে। এ সময়ে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু এ লকডাউনে ক্ষুব্ধ হয়ে তামাকুমন্ডি লেইনের ব্যবসায়ী ও কর্মচারীরা রাস্তায় নেমে মানব বন্ধন করেছে। ব্যবসায়ীরা বলছেন, ‘সীমিত সময়ের জন্য মিল কারখানায় খোলা থাকতে পারলে দোকান খোলা রাখতে সমস্যা কোথায়?’
তামাকুমন্ডি ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সুপ্রভাতকে বলেন, ‘রোববার (৪ এপ্রিল) তামাকুমণ্ডি ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক, মেয়র ও পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এতে সীমিত সময়ের জন্য ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার দাবি জানানো হয়। পূর্বে জেলা প্রশাসক সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মার্কেট খোলা রাখার অনুমতি দিয়েছিলেন এবং সেটি যেন বলবৎ রাখা হয় এ দাবিতে আমরা মানববন্ধন করেছি।’
তিনি আরও বলেন, ‘গত বছরের লকডাউনে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবার লকডাউন দেওয়ার কারণে ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যাওয়ার পথে।’