সিএমপি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক টাকায় ঈদ উৎসব

ঈদে ছিন্নমূল মানুষের আনন্দ বাড়িয়ে দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চট্টগ্রামে ‘এক টাকায় ঈদ আনন্দ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার নগরীর রাজাখালী এলাকার একটি কনভেনশন সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
সিএমপি কমিশনার বলেন, ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। জাকাত কিংবা দানের টাকা নয়, মাত্র এক টাকা দিয়ে ছিন্নমূল মানুষ এখান থেকে তাদের ঈদের পোশাক কিনে নিতে পারছেন। শিশু, কিশোরসহ সব বয়সের মানুষের জন্য এ আয়োজন করেছে সিএমপি’।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক প্রধান কিশোর কুমার দাশের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যরা। বিজ্ঞপ্তি