সাদার্ন ইউনিভার্সিটি রেডিসন ব্লু’র চুক্তি

পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহযোগিতার লক্ষ্যে চট্টগ্রামের প্রথম পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র সাথে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং( এমওইউ) স্বাক্ষর করেছে সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ।
মঙ্গলবার বিকেলে হোটেলের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেন সাদার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোজাম্মেল হক এবং রেডিসনের ব্যবস্থাপক মি রনি ফাস।
এসময় উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. ইসরাত জাহান, প্রক্টর কাজী নাজমুল হুদা, বিভাগের প্রধান শাকিনা সুলতানা পমি, অনুষ্ঠানের সমন্বয়ক ও হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর আলী ইকরামুল হক রমিসহ রেডিসনের কর্মকর্তাবৃন্দ। স্বাক্ষরের ফলে ইন্টার্নশিপ প্রোগ্রাম সফলভাবে শেষ করার পর ইন্টার্ন শিক্ষার্থীদের সনদ প্রদান করবে হোটেল কর্তৃপক্ষ ।এছাড়াও রেডিসনের বিভিন্ন বিভাগের প্রধানগণ অতিথি শিক্ষক হিসেবে তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাসে অংশ নিয়ে কর্মক্ষেত্রের নিজেদের অর্জিত অভিজ্ঞতা শিক্ষার্থীদের সাথে শেয়ার করবেন। এ সম্পর্কে উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক বলেন, এমওইউ স্বাক্ষরের মধ্যে দিয়ে সাদার্ন ইউনিভার্সিটি আরও এক ধাপ এগিয়ে গেলো। নিজেকে তুলে ধরার নতুন ক্ষেত্র সৃষ্টি হলো সাদার্ন শিক্ষার্থীদের জন্য। বিজ্ঞপ্তি