সাকিবকে নিয়ে চিন্তিত নন টাইগার কোচ

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি-২০ সিরিজে ধারাবাহিক পারফর্ম করেছেন সাকিব আল হাসান। বল হাতে দ্যুতি ছড়ানোর পাশাপাশি ব্যাট হাতেও আদর্শ স্ট্রাইক রেটে রান তুলেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তিন ম্যাচের দুটিতে অর্ধ শতকের দেখা পেয়েছেন ও একটিতে দুই অংকের ঘর পেরোতে পারেননি সাকিব। প্রথম ওয়ানডেতে ৮ রান করে সাজঘরে ফিরলেও পরের দুই ম্যাচে ৫৮ ও ৭৫ রান করেছেন এ অলরাউন্ডার। তবে আয়ারল্যান্ড সিরিজে সাকিবকে কোন পজিশনে ব্যাটিং করানো হবে তা নিয়ে চলছে আলোচনা। টপ অর্ডারে উপরের সারিতে যতগুলো ম্যাচ ব্যাটিং করেছেন, তার সবগুলোতেই রান পেয়েছেন সাকিব। তবে চন্ডিকা হাথুরুসিংহে শোনালেন দলের প্রয়োজনের কথাই। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগের দিন গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বললেন, দলের জয়ে কার্যকর অবদানের ভাবনাই থাকবে সাকিবের ব্যাটিং পজিশন নির্ধারণে। তিনি আরো বলেন, ‘এটা ঠিক, যেসব পজিশনে সে ব্যাট করেছে, সব জায়গাতেই ভালো করেছে। সামনের পথচলায় বৃহত্তর দৃষ্টিকোণ থেকে তাকালে, সে যে পজিশনে ব্যাট করলে দলের জয়ে সহায়তা পাওয়া যাবে, সেখানেই ব্যাট করবে।’
টুকটাক প্রশ্ন কিছু আছে আফিফ হোসেনের ব্যাটিং পজিশন নিয়েও।
সবশেষ দুই সিরিজে সাত নম্বরে ব্যাট করে তিনি ব্যর্থ টানা ছয় ইনিংসে। এই দুই সিরিজের আগে অগাস্টে জিম্বাবুয়ে সফরে তিনি সাফল্য পেয়েছিলেন ছয়ে নেমে। তবে ওয়ানডে ক্যারিয়ারের ২২ ইনিংসের ১৫টিই তিনি খেলেছেন সাতে। আফিফকে নিয়ে হাথুরুসিংহে বলেছেন, দলে কারও ব্যাটিং পজিশন নিয়েই কোনোরকম দুর্ভাবনা নেই। দলের জন্য যা গুরুত্বপূর্ণ, সেখানেই তাকে কাজে লাগানো হবে। সবশেষ সিরিজটি আফিফের খুব একটা ভালো যায়নি, তার প্রত্যাশামতো এবং আমরা যেভাবে দেখতে চেয়েছিলাম। তাকে উন্নতি করতে হবে এবং আগে যা দেখিয়েছে, সেই ফর্মে ফিরতে হবে। খবর ডেইলি বাংলাদেশ’র