সরকার গণতন্ত্র হরণ করেছে

খাদ্যসামগ্রী বিতরণকালে শাহাদাত হোসেন

‘বর্তমান অবৈধ সরকার গণতন্ত্রকে হরণ করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই দেশকে তারা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। দেশে বর্তমানে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। করোনা টিকা ক্রয়ে ২৩ হাজার কোটি টাকার লুটপাট করা হয়েছে। সরকার যেখানে হাত দিচ্ছে সেখানে লুটপাট হচ্ছে।’

গতকাল বৃহস্পতিবার উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্নেল স্কয়ারে কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর পক্ষ থেকে গরীব অসহায়, সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘এই সরকার জনগণের কাছে দায়বদ্ধতা নেই। কারণ ভোটের জন্য এখন জনগণের কাছে না গিয়ে প্রশাসনের কছে যায়। তাদের দুর্নীতি, লুটপাট আর অপশাসনের ফলে দেশের জনগণ অনেক আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। তাই সরকার প্রশাসনকে ব্যবহার করে আর একটি যেনতেন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামীতে যদি দেশের গণতন্ত্র, ভোটাধিকার কেড়ে নেয়ার চেষ্টা করা হয় তাহলে জনগণ দাঁতভাঙ্গা জবাব দিবে।’

নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সরকারের রেখে দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। সরকারে দেশের সব গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে আওয়ামি অঙ্গ সংগঠনে পরিণত করেছে। তাই এই রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। রাষ্ট্র সংস্কার ও সাংবিধানিক সংস্কার করার জাতীয় ঐক্যমতের মাধ্যমে জাতীয় সরকারের রূপরেখা দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আর ছাড় দেয়া হবেনা। আওয়ামী লীগ সরকার এমনি এমনি যাবে না। আন্দোলনের মাধ্যামে তাদের পদত্যাগে বাধ্য করা হবে। এজন্য আমাদের দলমত নির্বিশেষে সকলকে রাজপথে নামার প্রস্তুতি নিতে হবে। জনগণ মাঠে নামলে এই সরকার এক মুহূর্ত ক্ষমতায় থাকতে পারবে না। ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএন‌পির সভাপতি মো. রফিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদুল আলম এর পরিচালনায় বক্তব্য রাখেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনজুর আলম চৌধুরী মনজু, কামরুল ইসলাম, আকবরশাহ থানা বিএনপির সাধারণ সম্পাদক মঈন উদ্দীন চৌধুরী মাঈনু, নগর বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আব্বাস রশিদ, সাবেক সহ সংস্কৃতিক সম্পাদক আলি আজম, সদস্য আইয়ুব খান, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি কুতুব উদ্দিন চৌধুরী, জাহাঙ্গির, করিম উদ্দিন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি