সমাজ এগিয়ে নিতে নিঃস্বার্থভাবে কাজের আহ্বান

প্রয়াসের ইফতার সামগ্রী বিতরণ

প্রয়াসের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র পরিবারের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন অনুষ্ঠান ১৩ এপ্রিল মঙ্গলবার প্রয়াসের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মরহুম শামসুল আলম চৌধুরীর রহমান নগর আবাসিক এলাকাস্থ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সফল মেয়র আ জ ম নাছির উদ্দীন। মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। প্রয়াসের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রয়াসের সিনিয়র উপদেষ্টা লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, মহানগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমদ, প্রয়াস পরিচালক মহসীন উল কাদের, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত। ইফতার সামগ্রী বিতরণ ২০২১ এর চেয়ারম্যান ও সংগঠনের পরিচালক ফাতেমা বেগম, গ্রিনল্যান্ড সমাজ কল্যাণ পরিষদের সভাপতি খুরশীদুল আলম, সিনিয়র সহ-সভাপতি মো. আবেদুর রহমান মনি ও মানবাধিকার কর্মী মো. ফজলুল বারী চৌধুরী, মো. হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আলমগীর মো ফারুক, সুভাষ সরকার, সহ-সাধারণ সম্পাদক মো. শাহজাহান, মোহাম্মদ ইসমাইল, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, মহিলা সম্পাদিকা নুসরাত জাহান, পরিকল্পনা সম্পাদক মো. মাহির আসেফ বাবু, আপ্যায়ন সম্পাদক মো. সলিম উল্লাহ মজুমদার, মিডিয়া সম্পাদক জামাল হোসেন জনি, কার্যকরী সদস্য মো. সামশেদ নেওয়াজ রনি, এ কে এম মহিউদ্দিন আহমেদ চৌধুরী, মো. হাবিবুর রহমান, সুলতান মাহমুদ রাজীব, সারমিন আক্তার, ওয়াজিহা রুহানা চৌধুরী, মিনহাজুল হক মিনার, আমিনুল ইসলাম, মনির আহম্মদ চৌধুরী, আবতাহী ইবনাত তাছবীহ, মীর তাফহীম কাদের, সানিয়াতুর রহমান, মো. কুতুবউদ্দিন, হাসান ইহলান চৌধুরী, অফিস সম্পাদক মোসলেম উদ্দিন এবং সহকারী সম্পাদক মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি আজম নাছির বলেন, সমাজকে এগিয়ে নিতে প্রয়াস নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। প্রয়াস পরিবারের সাথে অতিথেও ছিলাম এখনো আছি। তাদের কার্যক্রম অন্যান্য সংগঠনকে অনুপ্রাণিত করে তাই প্রয়াসকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিজ্ঞপ্তি