শুরু হল ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রি

প্রথম দিনে টিসিবির পণ্য পেল ৪৩ হাজার ৭১৩ জন, প্রথম দফা ৩০ মার্চ পর্যন্ত, ১৫ এপ্রিল
থেকে দ্বিতীয় দফা শুরু

নিজস্ব প্রতিবেদক »
ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির যাত্রা শুরু হল। গতকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন দেওয়া হচ্ছে। নগরী ও জেলায় ৮২ জন ডিলারের মাধ্যমে জেলা প্রশাসনের নেতৃত্বে চলছে টিসিবির পণ্য বিক্রি।

বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর আওতায় সারাদেশে নিম্নআয়ের এককোটি মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় দেওয়া হচ্ছে এসব পণ্য। এ বিষয়ে কথা হয় টিসিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান জামাল উদ্দিন আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘সরকারের ঘোষণা অনুযায়ী আমরা পণ্যগুলো জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দিচ্ছি। জেলা প্রশাসন আমাদের মনোনীত ডিলারদের মাধ্যমে মাঠ পর্যায়ে তা বণ্টন করছে।’

চট্টগ্রাম জেলায় টিসিবির পণ্য পাচ্ছে ৫ লাখ ৩৫ হাজার ৮২ জন। এরমধ্যে চট্টগ্রাম মহানগরীতে রয়েছে তিন লাখ। কিন্তু এই কার্ডধারী ব্যক্তিদের কিভাবে মনোনীত করা হয়েছে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ উল্লাহ মারুফ বলেন, ‘প্রতি ওয়ার্ডে কাউন্সিলর এবং ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি রয়েছে। সেই কমিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায় থেকে মনোনীতদের তালিকা দিয়েছে। সেই তালিকা অনুযায়ী ফ্যামিলি কার্ড লেখা হয়েছে।’
গতকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম (প্রথম দফা) আগামী ৩০ মার্চ পর্যন্ত চলবে জানিয়েছেন মাহমুদ উল্লাহ মারুফ। তিনি বলেন, আগামী ১৫ এপ্রিল থেকে দ্বিতীয় দফার কার্যক্রম শুরু হবে। এ সময় খেজুরসহ অন্যান্য আর এক বা দুটি আইটেম দেওয়া হবে।’

প্রথম দিনে কতজন মানুষ পণ্য সংগ্রহ করেছে জানতে চাইলে তিনি বলেন, প্রথম দিনে নগরী ও জেলায় ৪৩ হাজার ৭১৩ জন কার্ডধারী ব্যক্তি পণ্য সংগ্রহ করেছে।

টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শনের সময় জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, ‘সরকারের ফ্যামিলি কার্ডের কর্মসূচিতে নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষরা উপকৃত হবে। পণ্য প্যাকেটজাত কার্যক্রম ৬ জন অতিরিক্ত জেলা প্রশাসক মনিটরিং করছে। উপজেলা পর্যায়েও এ তদারকি অব্যাহত রাখা হয়েছে।’