লেগুনা ঢুকে পড়ল বাড়ির টয়লেটে, মহিলার মৃত্যু

চন্দনাইশ

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ »

চন্দনাইশে মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা বাড়ির টয়লেটে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এ সময় টয়লেটে থাকা দিলুয়ারা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।

গতকাল বুধবার ভোর ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী পৌরসভার দেওয়ানহাটের জাসিম কনভেনশন হলের পাশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিলুয়ারা বেগম দোহাজারী পৌরসভা ১ নম্বর ওয়ার্ড চাগাচর এলাকার দিনমজুর মোহাম্মদ হোসেনের স্ত্রী। তিনি ৫ কন্যা সন্তানের জননী।
জানা গেছে, বুধবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির টয়লেটে যান দিলুয়ারা বেগম। এ সময় দোহাজারী থেকে খাঁনহাটগামী একটি যাত্রীবাহী লেগুনা চট্টগ্রাাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়ির রান্নাঘর ও টয়লেটের উপরে গিয়ে পড়ে। এ সময় টয়লেটে থাকা দিলুয়ারা বেগমকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দিলুয়ারা বেগম মারা যান। পরে আহতের স্বজনরা তাকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে যাত্রীবাহী লেগুনা গাড়ি জব্দ করেছে দোহাজারী হাইওয়ে পুলিশ।

দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত এক মহিলাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করি।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক যাত্রীবাহী লেগুনা জব্দ রয়েছে। ড্রাইভার পলাতক রয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।