‘লেক ভরাট করে সিডিএ সচিবকে প্লট’ নিয়ে ব্যাখ্যা  দিল সিডিএ

সিডিএ সিলিমপুর আবাসিক এলাকার লেক-সুপ্রভাত

সিলিমপুর আবাসিক এলাকার প্রকল্প পরিচালক মোহাম্মদ হাসান স্বাক্ষরিত ব্যাখ্যায় বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মেট্রোপলিটন স্পেশাল ম্যাজিস্ট্রেট কর্তৃক সিডিএ সিলিমপুর আবাসিক এলাকার লেক সংলগ্ন খালি জায়গাটুকু হতে পাঁচ কাঠার একটি প্লটের আবেদন করেন। তৎপ্রেক্ষিতে সিডিএ অদ্যবধি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। অদ্যাবধি প্লট বরাদ্দের বিষয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করেনি এবং বোর্ডসভার তারিখও নির্ধারিত হয়নি। তাই সুপ্রভাত বাংলাদেশে গত ১৮ আগস্ট প্রকাশিত ‘লেক ভরাট করে সিডিএ সচিবকে প্লট!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি সিডিএ’র জন্য বিভ্রান্তিকর।