লাখো মানুষের ভিড়

সমাবেশে ভোর থেকেই হাজির মানুষ-সুপ্রভাত

ভোর থেকে প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক »

সূর্য উঠার আগে থেকে ডাক-ঢোল পিটিয়ে, হলুদের রঙে রঙিন হয়ে প্রধানমন্ত্রীর জনসভার দিকে ছুটছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রশাসনের পক্ষ নিরাপত্তার ব্যবস্থায় কিছুটা ভোগান্তি হলেও তারা তা তুচ্ছ করে লাইন ধরে প্রবেশ করছে কোরিয়ান ইপিজেডের মাঠে।


শনিবার (২৮ অক্টোবর) ভোর ৪ টা থেকে দূর দূরান্ত থেকে সমাবেশ স্থলে ছুটে আসতে দেখা যায়।
হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বলেন, ‘আমরা এক ইউনিয়ন থেকে সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে চার হাজার দলীয় নেতা-কর্মী বের হয়েছি। আশা করছি, দক্ষিণ জেলা, উত্তর জেলা সহ মহানগরের নেতাকর্মীরা মিলে দশ লাখের বেশি মানুষের জমায়েত হবে।’
সাতকানিয়া উপজেলা থেকে আসা সাইমুন নামের এক যুবলীগের কর্মী বলেন, ‘আমরা ফজরের আজানের পর পর বের হয়েছি। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে পারলে আমাদের আগমন সফল হবে।’
কর্ণফুলী উপজেলার যুবলীগ নেতা সোহেল বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সব চেকিং শেষ করে দলে দলে মানুষ জনসভায় যোগ দিচ্ছে ভোর থেকে। সূর্য ওঠার আগে থেকে তারা লাইন ধরে কেইপিজেড মাঠে প্রবেশ করতে শুরু করেছে। উন্মুক্ত জায়গায় হলে মানুষের ভিড় এর দ্বিগুণ হতো।’
উল্লেখ্য, যে আজকের জনসভায় ১০ লক্ষ মানুষের সমাগম ঘটাতে চায় বলে জানান দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।