রেকর্ড গড়ে রুট বললেন, ‘অর্জনটা গর্বের’

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক  »

ভারতের বিপক্ষে হেডিংলি টেস্ট জিতে অধিনায়ক হিসেবে দারুণ এক রেকর্ড গড়েছেন জো রুট। অধিনায়ক হিসেবে ঘরের মাঠে ২৭ টেস্ট জিতেছেন তিনি। ছাড়িয়ে গেছেন মাইকেল ভনকে। তার অধীনে ঘরের মাঠে ২৬ টেস্টে জিতেছিল ইংলিশরা।হেডিংলি টেস্ট জয় স্মরণীয় হয়ে থাকবে রুটের কাছে। এই জয়ে অনন্য এক কীর্তি গড়েছেন।  লর্ডস টেস্ট হারের পর ইংল্যান্ড ব্যাটিং লাইন আপ নিয়ে অনেক প্রশ্নের তৈরি হয়, তার জবাবও দিয়েছে রুট বাহিনী। রেকর্ড গড়ে রুট বলেছেন, এই অর্জনটা তার কাছে গর্বের। এই ম্যাচ জয়ের পর তিনি বলেন, ‘এর চেয়ে গর্বের কিছু হতে পারে না, মাইকেল ভনকে ছাড়িয়ে যাওয়া গর্বের বিষয়। অধিনায়ক হিসেবে একা এই অর্জন সম্ভব নয়। দারুণ এক দল ক্রিকেটার ও কোচিং স্টাফ থাকাতেই এটা সম্ভব হয়েছে।’

শেষ সাত ম্যাচ জয় পায়নি ইংল্যান্ড, ইনজুরি সমস্যা, স্টোকসের ক্রিকেট থেকে সরে যাওয়া, আর লর্ডসে শেষদিনে এসে হার। সব মিলিয়ে ইংল্যান্ডের অবস্থা ছিল খুবই বাজে। তবে হেডিংলিতে ভারতকে প্রথম ইনিংসে ৭৮ রানে অলআউট করে প্রথম দিনেই শক্ত অবস্থানে চলে যায় ইংল্যান্ড। এরপর নিজেরাও চড়ে রান পাহাড়ে। ৪৩২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা।দ্বিতীয় ইনিংসে অবশ্য কোহলি-পূজারা জুটি ভয় ধরাচ্ছিল ইংলিশদের। শেষ অবধি দলটির বোলারদের কৃতিত্ব ইনিংস ব্যবধানেই জিতেছে তারা। ম্যাচশেষে বোলারদের প্রশংসা করেছেন রুট। তিনি বলেছেন, ‘গতকালকে আমরা ম্যাচে থাকার জন্য ভালো করেছিলাম। যতটা সম্ভব ফিরে আসার চেষ্টা করেছি। কিন্তু ইংল্যান্ডের বোলাররা যে চাপ দিয়েছে, সেটা অসাধারণ। আমি কোনো সময় বেধে দেইনি। যতটা সম্ভব উপভোগ করেছি। আর আমার মনে হয়েছে এই দলকে এগিয়ে নিতে সঠিক মানুষটি আমি। এটাতেই আমার নজর ছিল।’