যাত্রীবাহী বাসে মিললো সাড়ে নয় কেজি সোনা

সংবাদদাতা, আনোয়ারা »

কর্ণফুলী উপজেলায় প্রায় ৮ কোটি টাকা মূল্যের ৯ কেজি ৬২৩ গ্রাম ওজনের সোনার বার ও স্টিকসহ ৪জনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মইজ্জারটেক এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে জব্দকৃত সোনাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, অলক ধর (২৩), নারায়ণ ধর (৩৮), তাঁর স্ত্রী জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)। তাঁরা সবাই বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের অনন্ত মহাজন বাড়ির বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. আরিফ হোসেন বলেন, আটককৃতদের মধ্যে দুজন (পুরুষ) স্বর্ণকারিগর। এবং স্ত্রী’রা স্বামীদের সহযোগী। স্বর্ণ কারিগর হিসেবে কাজ করার সুবাধে তাদের সাথে চোরাকারবারীদের সাথে যোগাযোগ হয়। এই সুযোগে তারা সোনাগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘মার্শা’ পরিবহনের একটি বাস থামানো হয়। ওই বাসের ২ নারী যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে কোমরে কৌশলে পেঁচানো অবস্থায় সোনার বার ও দ-াকার ৯ কেজি ৬২৩ গ্রাম সোনা উদ্ধার করা হয়। তাদের সাথে দুই পুরুষকেও আটক করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।