মুরাদপুরে নালায় পড়ে ভেসে গেলেন পথচারী

বৃষ্টিতে নালা-রাস্তা একাকার

নিজস্ব প্রতিবেদক »
মঙ্গলবার মধ্যরাত থেকে টানা বর্ষণে নগরীর নি¤œাঞ্চল ডুবে গেছে। এর মধ্যে মুরাদপুর মোড়ে পা পিছলে চশমা খালে পড়ে মো. সালেহ আহমদ (৫৫) নামে এক সবজি বিক্রেতা নিখোঁজ রয়েছেন।
বুধবার রাত ৮টায় ফায়ার সার্ভিসের অভিযান শেষে ৯ ঘণ্টা অতিক্রম হলেও খোঁজ মেলেনি এ পথচারীর। তবে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে আবারো অভিযান পরিচালনার কথা রয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিখোঁজ সালেহ আহমদ পটিয়া মনসারটেক এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি চকবাজার এলাকায় সবজির ব্যবসা করতেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃষ্টি পড়লে রাস্তা ও খালে মধ্যে তফাৎ বুঝা যায় না। রাস্তা ও খাল পানি ভরে একই হয়ে যাওয়ায় বুঝতে না পেরে পঞ্চাশোর্ধ্ব এক পথচারী পা পিছলে পড়ে যায়। এসময় অন্য এক পথচারী তাকে উদ্ধার করতে চেয়েও ব্যর্থ হন। খালে পানি প্রচণ্ড স্রোত থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। একই সময়ে ফায়ার সার্ভিসকে ফোন করা হলে তারা দ্রæত এসে উদ্ধার অভিযান শুরু করেন।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা শার্ট ও লুঙ্গি পরা পঞ্চাশোর্ধ্ব এ লোক জুতা হাতে আসছিলেন রাজা গেস্ট হাউজের দিকে। হঠাৎ পা পিছলে পড়ে যান খালে। পাশে থাকা অন্য এক লোক তাকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু খালে স্রোত বেশি থাকার কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার আব্দুস সবুর সুপ্রভাতকে বলেন, ‘সকালে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। ওই ব্যক্তিকে উদ্ধার করা যায়নি। আজকের (বুধবার) মত অভিযান স্থগিত করেছি। আগামীকাল (বৃহস্পতিবার) আবারো উদ্ধার অভিযান পরিচালিত হবে। তবে আক্তারুজ্জামান ফ্লাইওভারের মুখ পর্যন্ত তল্লাশি করে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।’
তিনি আরো বলেন, ‘উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এতে ডুবুরি দলে কাজ করছে পাঁচ সদস্য ও উদ্ধারকারী দলে কাজ করছে ছয় সদস্য। যেখানে পানির গভিরতা বেশি সেখানে ডুবুরি দল ও যেখানে পানি নেই সেখানে উদ্ধারকারী দল কাজ করছে। এ ব্যক্তির পরিচয় শনাক্ত করা গেলেও এখনো তাকে উদ্ধার করা যায়নি।’