মিরসরাইয়ে কৃষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই :

মিরসরাইয়ে বিকল্প জায়গা রেখে তিন ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদের মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ভূমি অধিগ্রহণ কমিটির ব্যানারে উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার এলাকায় কৃষি জমির উপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ভূমি অধিগ্রহণ প্রতিরোধ কমিটি। এসময় বক্তারা বলেন, করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার এলাকার ১ নং সীটে “করেরহাট ৪০০/২৩০/১৩২ কেভি জিআইএস গ্রীড উপকেন্দ্র” নির্মাণের জন্য স্থানীয় কৃষকের ৩ ফসলি ২৫ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম জেলা ভূমি  অধিগ্রহণ শাখা। অধিগ্রহণে এসব ফসলি জমি হারালে জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে তাদের। জয়পুর পূর্বজোয়ার এলাকার কৃষি জমি অধিগ্রহণের বিষয়ে করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন বলেন, সরকার চাইলে আমি এই ইউনিয়নের অন্তত তিন জায়গায় অনুবর জমি চিহ্নিত করে দিতে পারবো।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা ভূমি অধিগ্রহণ শাখার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো.  সোহেল রানা বলেন, স্থান নির্বাচনের ব্যপারে আমাদের হাত নেই। আর জয়পুর পূর্বজোয়ারের প্রকল্পটিতে যাচাই বাছাই কমিটির অনুমোদনের পরই আমরা দায়িত্ব পেয়েছি। দায়িত্ব পাওয়ার পর জমি মালিকদের কারো আপত্তি থাকলে এলাকায় মাইকিং, ৪ ধারা ও ৬ ধারা নোটিসের মাধ্যমে তা জানাতে বলা হয়েছে। কিন্তু এ বিষয়ে তখন কেউ কোন আপত্তি করেননি।