মিরসরাইয়ে লরি চাপায় তিন শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই »

মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি চাপায় ৩ শ্রমিক নিহত হয়েছেন। অপর একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তারা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পাইপ লাইনে কর্মরত ছিল।

গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় মিরসরাই সদর ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. শফিক (৪৫), মো. আলম (৫০), মো. মাসুক (৩০)। এ ঘটনায় আহত শ্রমিক হলেন মো. মাজেদ (৩৫)।

প্রত্যক্ষদর্শী শ্রমিক মো. সোহেল রানা জানান, নিহত তিন শ্রমিক সকালের নাস্তা সেরে কাজে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তখন গুরুতর আহত শ্রমিক মাজেদকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার বলেন, ‘আমরা লরিটি জব্দ করেছি। নিহতদের লাশ থানায় আছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’