মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই »

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ৪ তলাবিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে দুই কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদরে কমান্ডার কবির আহমদের সভাপতিত্বে ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সাধারণ সম্পাদক আবু জাফরের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, সদস্য মাহবুবুর রহমান রুহেল ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি নয়ন কান্তি ধুম।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বাঙালির মহান মুক্তির সংগ্রামে সশস্ত্র বাহিনীর থেকেও বেশি অবদান গেরিলা যোদ্ধাদের। মুক্তিযুদ্ধের সময় গেরিলা যোদ্ধারা বেশি ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্যান্য উন্নয়নের সাথে সাথে মুক্তিযোদ্ধাদের সম্মানে দেশের প্রতিটি উপজেলার একটি করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করে দেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা শেষে দুইজন মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার জন্য আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটি থেকে নগদ অর্থ প্রদান করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবির আহমদ জানান, ভবনটিতে মুক্তিযোদ্ধাদের সকল কার্যক্রমের পাশাপাশি উপজেলার সকল মুক্তিযোদ্ধার নাম ও ছবি সংরক্ষণ করা হবে।