মাটিরাঙায় বৃষ্টিপাতে উপড়ে পড়লো গাছ

দোকানসহ পাঁচটি ঘর বিধ্বস্ত

নিজস্ব প্রতিনিধি, মাটিরাঙ্গা :

খাগড়াছড়ি  জেলার মটিরাঙ্গা উপজেলায় প্রবল বৃষ্টিপাতে ঘরের উপর আছড়ে পড়লো অর্ধশত বছরের পুরনো আকাশী গাছ। এতে দুটি দোকান ঘরসহ পাঁচটি ঘর সম্পুর্ণ বিধ্বস্ত হয়ে  গেছে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ৭/৮ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

৬ জুন সকাল সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গা বাজারের থানা সড়কের নিচে এ ঘটনা ঘটে।

জানা  গেছে, গতকাল  থেকেই সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাটিরাঙ্গা থানার দেয়ালঘেঁষা অর্ধশত বছরের পুরনো বড় আকারের আকাশী গাছটি নিজের ভারসাম্য রক্ষা করতে না  পেরে পাশেই বাড়ি-ঘরে আঁছড়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত মো. লোকমান  হোসেন জানান, সকাল  থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এসময় অনেকে ঘুম থেকে উঠলেও আবার অনেকেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আমার ঘরের পাশে থানা টিলার বিশাল আকারের আকাশী গাছটি আমাদের ঘরের উপর আঁছড়ে পড়ে। ওই সময় আমার  ছেলে ফারুক তার রুমে ঘুমে ছিল। এসময় গাছের চাপায়  সে রুমেই আটকা পড়ে। এক ঘন্টারও  বেশী সময়  চেষ্টার পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্থ চা  দোকানদার  মো. সুজন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে মাত্র  দোকান খুলেছিলাম। তখনই কিছু বুঝে উঠার আগেই গাছটি মড়মড় শব্দ করে আমার  দোকান ঘরের উপর আছড়ে পড়ে।

এসময় অন্যদের  চেষ্টায়  দোকানে থাকা কর্মচারী  বের হলেও  দোকানে থাকা দুইটা ফ্রিজসহ সম্পুর্ণ  দোকানটি মূহুর্তের মধ্যে  ভেঙ্গে চুরমার হয়ে যায়। এতে তার কমপক্ষে দুই লাখ টাকার ক্ষতি হয় বলেও জানায়  সে। এদিকে এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা  পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর  মো. শহিদুল ইসলাম  সোহাগ এবং মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক  মো. কামরুল ইসলামসহ ব্যবসায়ী  নেতৃবৃন্দ। স্থানীয় কাউন্সিলর  মো. শহিদুল ইসলাম  সোহাগ জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দু:খ জনক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহযোগিতার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে।