মাইজভা-ারী দর্শনের মৌলিক শিক্ষা মানবকল্যাণ

প্রস্তুতিসভায় সাবেক চবি উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী

মাইজভা-ারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ির হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারীর আসন্ন ১০ পৌষ খোশরোজ শরীফের প্রস্তুতি সভা, মওলা হুজুরের আগমন স্মরণে ও আশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুস্থ সেবা কার্যক্রমের আওতায় শীতবস্ত্র বিতরণ এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান ১৭ নভেম্বর ফটিকছড়ি হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির সাবেক উপাচার্য, বরেণ্য সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
তরুণ কুমার আচার্যের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আশ্রমের অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য (বলাই)।
মুখ্য আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও চেয়ারম্যান ইংরেজী বিভাগ প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মুল আশেকিন মনোয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার শিক্ষক মাওলানা হাফেজ আবুল কালাম, বাবু গৌতম সেবক বড়–য়া, মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাহরাইন শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা, মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি রসুলখাইমা শাখার সভাপতি মো. ওমর ফারুখ, মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি কাতার দোহা শাখার সহ-সভাপতি মো. কামাল উদ্দিন, হযরত জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্ট্রের ফটিকছড়ি শাখার সাংগঠনিক সমন্বয়ক হাফেজ আবুল কাশেম, ফেইথ এর সাধারণ সম্পাদক ডা. সামিউল করিম, ফটিকছড়ি ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এন.এম. রহমতুল্লাহ, হারুণভান্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন মীল কামাল উদ্দিন, মাস্টার কবির আহমদ, মো. জয়নাল আবেদীন জুলু, বিশিষ্ট সংগঠক নোমান উল্লাহ বাহার।
অনুষ্ঠানে ৩০০ জনকে শীতবস্ত্র বিতরণ, ৮০ জনকে শিক্ষা সামগ্রী এবং সাংগঠনিক কর্মকান্ডের জন্য ১২ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পাইন্দং শাখা, ছিলোনিয়া শাখা, পশ্চিম হাইদচকিয়া শাখার কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি