ভ্যাকসিন চ্যাম্পিয়ন মেহজাবীন চৌধুরী

সুপ্রভাত ডেস্ক
টিভি পর্দার শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের শিশু উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউনিসেফ বাংলাদেশ।
ভ্যাকসিন গ্রহণে উৎসাহ দিতেই তাকে নিয়ে বিশেষ প্রচারণায় নেমেছে প্রতিষ্ঠানটি। আর সেখানে এই মডেলকে এভাবেই পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। খবর বাংলাট্রিবিউনের।
সংস্থাটি মেহজাবীনের ছবি ব্যবহার করে নিজেদের ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশের একজন শীর্ষ মডেল এবং আমাদের সবার প্রিয় অভিনেত্রী মেহজাবীন বিশ্বাস করেন, আমাদের একের স্বাস্থ্য অপরের স্বাস্থ্যের ওপর পুরোপুরি নির্ভরশীল। তাই ইউনিসেফের সাথে, সঠিক সময়ে টিকা নিয়ে কেবল নিজেরই নয়, আশপাশের সকল মানুষকেও সুরক্ষিত রাখার অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ।’
প্রতিষ্ঠানটি শিশুদের টিকা ও দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে।
অন্যদিকে, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মেহজাবীন বর্তমানের সবচেয়ে ব্যস্ততম অভিনয় শিল্পী। তার অভিনীত প্রথম নাটক ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এরপর ব্যাপক পরিসরে নাটকেই ব্যস্ত আছেন তিনি। তার অভিনীত ‘বড় ছেলে’, ‘শিল্পী’ নামের কাজগুলো তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
জানা গেছে, এবারের ঈদেও অধিক সংখ্যক নাটক নিয়ে টিভিতে হাজির হবেন এই তারকা।