ব্র্যাক ব্যাংকের রিডিং ক্যাফে আলোচনায় বঙ্গবন্ধু’র ‘অসমাপ্ত আত্মজীবনী’

ব্র্যাক ব্যাংকের চট্টগ্রাম রিডিংক্যাফের সদস্যরা তাদের প্রথম পাঠ চক্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে আলোচনা করেছেন। আলোচনার কেন্দ্রে ছিল বঙ্গবন্ধু এবং তাঁর পরিবার ও নিবেদিত প্রাণ সহযোগীদের অপরিসীম আত্মত্যাগ।

এছাড়া পাঠকেরা বঙ্গবন্ধুর অতুলনীয় নেতৃত্ব এবং তাঁর জীবনব্যাপী সংগ্রাম নিয়ে গভীরভাবে পর্যালোচনা করেন। ইতিহাসের গুরুত্বপূর্ণ সেইযুগটিতে উপমহাদেশের আর্থ-সামাজিক গতিশীলতার উপর আলোকপাত করা হয়েছিল এই আলোচনায়।

একজন অংশগ্রহণকারী বলেন, আমাদের মাসিকপাঠ চক্রগুলো শুধু বই নিয়েই আলোচনা নয়, এর চেয়েও বেশি কিছু। আলোচনা শেষে সদস্যরা তাদের ক্লাবের লক্ষ্যকে অনুসরণ করে নতুন সাহিত্যের অন্বেষণে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী মাসের সভায় কালজয়ী রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ নিয়ে আলোচনা করা হবে। বিজ্ঞপ্তি