বিভাগীয় সমাবেশ রূপ নেবে জনসমুদ্রে

চকবাজারে শাহাদাত

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপির বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। দেশের এমন চরম অর্থনৈতিক সংকটেও সরকার দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত। জনগণের কথা ভাবছে না সরকার, তারা ভাবছে বিরোধী দল দমন করে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায়। আজ দেশের অর্থনৈতিক সংকটের মূল কারণ হচ্ছে এই সরকারের দুর্নীতি ও লুটপাট। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের এই বেহাল অবস্থা।’

বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে এবং সরকারের দমন-নিপীড়ন, নির্যাতনের প্রতিবাদে ৪ ফেব্রয়ারি বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চকবাজার থানা ও ওয়াার্ড বিএনপির লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘এই সরকার লাগামহীনভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। ১ ফেব্রুয়ারি থেকে গ্রাহককে বাড়তি বিল প্রদান করতে হবে। বিদ্যুতের বিল বাড়ানোর সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য হু হু করে বেড়ে যাবে। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ হিমশিম খাচ্ছে। তার উপর এটা ‘মরার উপর খাড়ার ঘাঁ’। বিদ্যুতের মূল্যবৃদ্ধির সাথে সাথে উৎপাদন মূল্য বৃদ্ধি পাবে, এতে জনগণের দুর্ভোগের সীমা থাকবে না। এই সরকারের দুর্নীতি ও দুঃশাসনে অর্থনীতি ভেঙে পড়েছে। ব্যাংকে টাকার সংকটের কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না। আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা বিভাগীয় সমাবেশকে স্মরণকালের সমাবেশে পরিণত করতে চাই। তাই ৪ ফেব্রুয়ারির আগ পর্যন্ত আমাদের প্রতিটি থানা ও সহযোগী সংগঠনের নেতারা ওয়ার্ডে ওয়ার্ডে লিফলেট বিতরণ করবেন। বিএনপির ১০ দফার পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ বাড়াতে হবে। থানা ও ওয়ার্ড বিএনপি’র পাশাপাশি অঙ্গ, সহযোগী সংগঠনকেও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে।’

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ন আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কায়সার লাবু, মো. মহসিন, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন প্রমুখ।