বাসেই সন্তান প্রসব !

নিজস্ব প্রতিনিধি, পটিয়া »
কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে একজন প্রসূতি মা সন্তান প্রসব করেছেন। সোমবার রাত আড়াইটার দিকে পটিয়ায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ড এলাকার মো. আবদুল্লাহ’র স্ত্রী ফারেছা বেগম (২৭) একটি বাসে করে বাপের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায় যাচ্ছিলেন। রাত ২টা ২৫ মিনিটে পটিয়ায় পৌঁছলে এক পর্যায়ে দূরপাল্লার ওই গাড়িতেই তার প্রসববেদনা শুরু হয়। পরে চালক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাড়িটি দাঁড় করান। এসময় একজন গাড়ি থেকে নেমে হাসপাতালের জরুরি বিভাগে ছুটে যান। বিষয়টি পটিয়া হাসপাতালের জরুরি বিভাগকে জানানো হলে ডাক্তাররা দ্রুত গিয়ে গাড়িতেই ডেলিভারি করান। রোগীর শারীরিক অবস্থা ভালো না থাকায় গাড়িতেই ডেলিভারি করানো হয়। পরে ডেলিভারি শেষে নবজাতক এবং মাকে হাসপাতালে ভর্তি করা হয়। মা ও নবজাতক শিশুটি সুস্থ থাকায় মঙ্গলবার সকালে চকরিয়ায় চলে যান।
পটিয়া হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার অজয় কুমার শীল জানিয়েছেন, দূরপাল্লার গাড়িতে প্রসূতি মায়ের প্রসব বেদনা হওয়ার খবর পেয়ে জরুরি বিভাগে থাকা হালিমা ও শরিফা জেসমিনসহ ছুটে যান। যাত্রীদের সহায়তায় গাড়িতেই প্রসূতির ডেলিভারি শেষ হয়।